ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগে জাভেদ খানের বিরুদ্ধে বিক্ষোভ
ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগে দমকলমন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রায় ই এম বাইপাসের পঞ্চান্নগ্রাম গুলশন কলোনির প্রায় পাঁচ হাজার বাসিন্দা। বিক্ষোভকারীদের অভিযোগ, গুলশন নগরের যে জমিতে তাঁরা থাকতেন ওই জমিতে ফ্ল্যাট তৈরির প্রতিশ্রুতি দেন জাভেদ খান।
ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগে দমকলমন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রায় ই এম বাইপাসের পঞ্চান্নগ্রাম গুলশন কলোনির প্রায় পাঁচ হাজার বাসিন্দা। বিক্ষোভকারীদের অভিযোগ, গুলশন নগরের যে জমিতে তাঁরা থাকতেন ওই জমিতে ফ্ল্যাট তৈরির প্রতিশ্রুতি দেন জাভেদ খান।
এজন্য রীতিমতো চুক্তি পত্র তৈরি প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় দুই থেকে তিন লক্ষ টাকা। এরপর জমি খালি করে দেন তাঁরা। কিন্তু এখন সেই জমি ঘিরে ফেলেছেন জাভেদের ঘনিষ্ঠরা। ওই জমি এলআইসির বলে দাবি করছেন জাভেদ খানের ঘনিষ্ঠরা।। এঘটনার প্রতিবাদে আজ মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান গুলশন নগরের বাসিন্দারা।