বিলের পুরো টাকা না মেটানোয় রোগী ছাড়তে অস্বীকার অ্যাপোলোর

ফের অ্যাপোলোর বিরুদ্ধে অভিযোগ। বিলের পুরো টাকা না মেটানোয় রোগী ছাড়তে অস্বীকার। জন্ডিসে আক্রান্ত হয়ে গত মাসের ২২ তারিখ অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মৌরিগ্রামের বাসিন্দা স্বপন দাস। আজ ডিসচার্জের সময় তাঁর বিলের পরিমাণ দাঁড়াল ৬ লক্ষ টাকা। পরিবারের অভিযোগ, পুরো টাকা না মেটানো পর্যন্ত রোগীকে ডিসচার্জ করা হবে না বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই অ্যাপোলোর বিরুদ্ধে অভিযোগ জানাতে ফুলবাগান থানায় যায় পরিবার। শুধু তাই নয়, রোগীর লিভার ট্রান্সপ্লান্টের পরমার্শ দেন চিকিত্‍সক। তার জন্য হাসপাতাল ২৩ লক্ষ টাকার প্যাকেজ দেয়।

Updated By: Mar 6, 2017, 09:14 PM IST
বিলের পুরো টাকা না মেটানোয় রোগী ছাড়তে অস্বীকার অ্যাপোলোর

ওয়েব ডেস্ক: ফের অ্যাপোলোর বিরুদ্ধে অভিযোগ। বিলের পুরো টাকা না মেটানোয় রোগী ছাড়তে অস্বীকার। জন্ডিসে আক্রান্ত হয়ে গত মাসের ২২ তারিখ অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মৌরিগ্রামের বাসিন্দা স্বপন দাস। আজ ডিসচার্জের সময় তাঁর বিলের পরিমাণ দাঁড়াল ৬ লক্ষ টাকা। পরিবারের অভিযোগ, পুরো টাকা না মেটানো পর্যন্ত রোগীকে ডিসচার্জ করা হবে না বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই অ্যাপোলোর বিরুদ্ধে অভিযোগ জানাতে ফুলবাগান থানায় যায় পরিবার। শুধু তাই নয়, রোগীর লিভার ট্রান্সপ্লান্টের পরমার্শ দেন চিকিত্‍সক। তার জন্য হাসপাতাল ২৩ লক্ষ টাকার প্যাকেজ দেয়।

.