গৌতম দেবের পর পুরনো মামলায় এবার তলব সুজন চক্রবর্তীকে

গৌতম দেবের পর এবার সুজন চক্রবর্তী। একবছরের এক পুরনো মামলায় জেরার জন্য সুজন চক্রবর্তীকে ডেকে পাঠাল ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। আগামিকাল দুপুর দুটোয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় যাদবপুরের সিপিআইএম প্রার্থীকে হাজিরা দিতে বলা হয়েছে। সুজন চক্রবর্তীর বাড়িতে হাজিরার নোটিস ঝুলিয়ে দিয়ে আসে পুলিস।

Updated By: Apr 30, 2014, 03:50 PM IST

গৌতম দেবের পর এবার সুজন চক্রবর্তী। একবছরের এক পুরনো মামলায় জেরার জন্য সুজন চক্রবর্তীকে ডেকে পাঠাল ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। আগামিকাল দুপুর দুটোয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় যাদবপুরের সিপিআইএম প্রার্থীকে হাজিরা দিতে বলা হয়েছে। সুজন চক্রবর্তীর বাড়িতে হাজিরার নোটিস ঝুলিয়ে দিয়ে আসে পুলিস।

ভোটের ঠিক আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। এমনটাই বললেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী।

পুলিসের কাছে হাজিরা দিতে যাচ্ছেন না গৌতম দেব। গতকাল, সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি নিয়েও। এরপরই, সারদা-কাণ্ডের একটি পুরনো মামলায় তাঁকে ডেকে পাঠায় পুলিস। আজ দুপুর দুটোয় গৌতম দেবকে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরা দিতে বলা হয়। থানায় গিয়ে গৌতম দেবের আইনজীবীরা জানান, ভোটের কাজে ব্যস্ত থাকায় এই মুহূর্তে তিনি আসতে পারছেন না। কাজ মিটলে হাজিরা দেবেন।

.