অধীর-মানস কাজিয়া তুঙ্গে

অধীর-মানস কাজিয়া এবার তুঙ্গে। অধীর চৌধুরী তাঁকে শো- কজ করতে পারেন কিনা তা নিয়ে এবার নিজেই প্রশ্ন তুললেন মানস ভুঁইঞা। তাঁর বক্তব্য ছিল, দলের একজন প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এআইসিসি সদস্যকে শো কজ করার অধিকার নেই প্রদেশ কংগ্রেস সভাপতির।

Updated By: Jul 25, 2016, 07:01 PM IST
অধীর-মানস কাজিয়া তুঙ্গে

ওয়েব ডেস্ক: অধীর-মানস কাজিয়া এবার তুঙ্গে। অধীর চৌধুরী তাঁকে শো- কজ করতে পারেন কিনা তা নিয়ে এবার নিজেই প্রশ্ন তুললেন মানস ভুঁইঞা। তাঁর বক্তব্য ছিল, দলের একজন প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এআইসিসি সদস্যকে শো কজ করার অধিকার নেই প্রদেশ কংগ্রেস সভাপতির।

আরও পড়ুন বজবজে সিন্ডিকেট কাণ্ডে তিরষ্কার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

রাহুল গান্ধীর নির্দেশে, গত শনিবার চিঠি পাঠিয়েছিলেন অধীর চৌধুরী। জানতে চেয়েছিলেন মানস কেন পিএসি চেয়ারম্যান পদ ছাড়েননি । চিঠির জবাব দেওয়া তো দূরের কথা, চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন মানস ভুঁইঞা। প্রসঙ্গে অধীরের পাল্টা জবাব, দলীয় সংবিধান মেনে শো কজ করেছেন তিনি।

.