অমিত শাহের নির্দেশে মিম বাংলায় লড়বে, কারণ বাংলায় বিজেপির দরকার: অধীর

বিহারে ২০টি আসনে প্রার্থী দিয়েছিল মিম। ৫টি আসনে জিতেছে তারা। 

Updated By: Nov 17, 2020, 09:40 PM IST
অমিত শাহের নির্দেশে মিম বাংলায় লড়বে, কারণ বাংলায় বিজেপির দরকার: অধীর

নিজস্ব প্রতিবেদন: অমিত শাহের নির্দেশে সংখ্যালঘু ভোট ভাগ করতে বাংলায় আসছে মিম। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কটাক্ষ, আগেও বলেছি, মিম ভোট কাটুয়া পার্টি। 

বিহারে ২০টি আসনে প্রার্থী দিয়েছিল মিম। ৫টি আসনে জিতেছে তারা। বাংলায় বিধানসভা ভোটেও প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন আসাউদ্দিন ওয়াইসি। তাতে শিয়রে সংক্রান্তি দেখছে শাসক-বিরোধী। তাদের আশঙ্কা, ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দিতে পারে এআইএমআইএম। শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন অধীর চৌধুরী। কারণ, মুর্শিদাবাদ ও মালদহে মিম প্রার্থী দিলে ধাক্কা খেতে পারে কংগ্রেস। এ দিন অধীর চৌধুরী বলেন,''এই মিম হায়দরাবাদের পার্টি। তেলেঙ্গানায় বড়জোর ১৩-১৪টি বিধানসভায় লড়ে। আর কোথাও প্রার্থী দেয় না। কেরলে লড়বে না, অসমে লড়বে না, বাংলায় লড়বে। কারণ বাংলায় বিজেপির দরকার।''

অধীর আরও বলেন,''এই মিম মুসলিমদের অধিকার নিয়ে কথা বলে বলে দাবি করে। সিএএ-এআরসি নিয়ে নাকি সবচেয়ে বেশি আন্দোলন করেছে। সংসদের রেকর্ড দেখুন, সিএএ নিয়ে সবার আগে বিরোধিতা করেছে কংগ্রেস। তৃণমূল পাশ করাতে সাহায্য করেছিল। আমরা বিরোধিতা করেছি। শাহিনবাগের বিক্ষোভে সব ধর্মের মানুষ অংশ নিয়েছিলেন। মিমের নেতারা তখন কোথায় ছিল? একবারও কি গিয়েছিলেন? হঠাৎ এখানে এসেছে কেন? অমিত শাহের নির্দেশ রয়েছে।'' 

এ দিন ফুরফুরা শরিফে পীর জাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অধীর চৌধুরী ও আবদুল মান্নান। তবে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক এড়িয়ে গিয়েছেন। তাঁর ভাই আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী ও আবদুল মান্নান। পরে ইব্রাহিম সিদ্দিকির সঙ্গেও কথা হয়। সংখ্যালঘুদের মন বুঝতে অধীরের এই ফুরফুরা সফর বলে মত রাজনৈতিক মহলের একাংশের। 

আরও পড়ুুন- মিম বাংলায় এসে কাজ করলে কেউ মানা করতে পারবে না: দিলীপ 

.