'ভেবেছিলাম অঞ্জনদার সেই হাসিমুখটা আবার দেখতে পাব'
জি ২৪ ঘণ্টাকে ফোনে প্রতিক্রিয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর
ঋতুপর্ণা সেনগুপ্ত (জি ২৪ ঘণ্টাকে ফোনে প্রতিক্রিয়া): রোজই খারাপ খবর শুনছি। খুব অসহায় লাগে মাঝে মাঝে। আজকে অঞ্জনদার প্রয়াত হওয়ার খবরটা শুনে স্তম্ভিত হয়ে পড়লাম। ওঁনার অসুস্থতার কথা সম্পর্কে জানতাম। কিন্তু সবসময় ভেবেছিলাম অঞ্জনদা ফিরে আসবেন। আশা ছিল সেই হাসিমুখটা আবার দেখতে পাব। সেই বক্তব্য রাখা, সাক্ষাৎকার নেওয়া সব ফিরে আসবে ভেবেছিলাম। কিন্তু হঠাৎ করে সবটা ভেঙে গেল।
আরও পড়ুন: 'অঞ্জনের প্রয়াণে বাকরুদ্ধ, পার্থিব সব ব্যাপারে উৎসাহ হারিয়ে গিয়েছে'
আমার দেখা একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি অঞ্জন বন্দোপাধ্যায়। জি ২৪ ঘণ্টার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। এত ভালো মানসিকতা, এত সুন্দর দৃষ্টিভঙ্গি, বহু গুণের অধিকারী ছিলেন অঞ্জনদা। দূরে থেকেও রোজ এত খারাপ খবর শুনছি। এত মানুষ প্রিয়জনকে হারাচ্ছেন যার কোনো সান্ত্বনা হয় না। জানি অঞ্জনদা আর ফিরবেন না কিন্তু আমাদের মধ্যেই থাকবেন তাঁর সমস্ত উপস্থিতি ও ভালো ভাবনার মধ্যে দিয়ে।