কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনেও সবুজ দূর্গে হানা গেরুয়ার
সামান্য কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা। তা বাদ দিলে কার্যত লড়াই ছাড়াই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংসদ দখলে রাখল টিএমসিপি। তবে বালিগঞ্জ ক্যাম্পাসে এবারে নিজেদের জোর বাড়িয়েছে গেরুয়া শিবির। সেখানকার জুট টেকনোলজি ক্যাম্পাসে আঠোরটির মধ্যে ১২টি আসনেই জয়ী হয়েছে এবিভিপি।
কলকাতা: সামান্য কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা। তা বাদ দিলে কার্যত লড়াই ছাড়াই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংসদ দখলে রাখল টিএমসিপি। তবে বালিগঞ্জ ক্যাম্পাসে এবারে নিজেদের জোর বাড়িয়েছে গেরুয়া শিবির। সেখানকার জুট টেকনোলজি ক্যাম্পাসে আঠোরটির মধ্যে ১২টি আসনেই জয়ী হয়েছে এবিভিপি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবকটি ক্যাম্পাস মিলে মোট আসন ৮২২। অধিকাংশ আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল তৃণমূল ছাত্রপরিষদের প্রার্থীরা। শনিবার ভোট ছিল কলেজ স্ট্রিট ক্যাম্পাসের তেরোটি আসনে। তেরোটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল।
কলেজ স্ট্রিটে লড়াইয়ে জয় পেলেও টিএমসিপিকে ভোটে হারতে হয়েছে ১৯টি আসনে। যার মধ্যে প্রথমেই রয়েছে বালিগঞ্জের জুট টেকনোলজি ক্যাম্পাস। জুট টেকনোলজির ১৮ টি আসনের মধ্যে বারোটি আসনেই জয়ী হয়েছে এবিভিপির প্রার্থীরা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেরুয়া শিবির খাতা খোলায় অবশ্য অন্যান্য বিরোধী ছাত্র সংগঠনকেই দায়ি করছেন টিএমসিপি নেতারা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিজেদের দখলে রাখলেও জুট ক্যাম্পাসে এবিভিপির জয় নিঃসন্দেহে তাদের চিন্তা বাড়াচ্ছে।