Mamata-কে 'দেশনেত্রী' অভিধা Abhishek-র; BJP-র সুবিধা হচ্ছে, এক সুর Adhir-Sujan-র
বিজেপিকে দিল্লি থেকে হঠানো কংগ্রেসের পক্ষে সম্ভব নয় বলে দাবি করেছেন অভিষেক (Abhishek Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: আগামী লোকসভা ভোটের এখনও ঢের দেরি। তার আগেই সুর বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার উপনির্বাচনের প্রচারে আরও এক কদম এগিয়ে মমতাকে 'দেশনেত্রী'র অভিধা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে সিপিএম ও কংগ্রেসের দাবি, বিজেপির সুবিধা করে দিতেই বিরোধী জোটে ভাঙন ধরাচ্ছে তৃণমূল।
বিধানসভা ভোটে মমতাকে 'বাংলার মেয়ে' প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস। এবার ঘাসফুল শিবিরের লক্ষ্য দিল্লি। যে লড়াইয়ে অভিষেক-কথায় মমতা হয়ে উঠলেন 'দেশনেত্রী'। তিনি বলেন,''বিজেপি শাসিত রাজ্যগুলিতে গণতন্ত্র লুণ্ঠিত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এখানে এসে ভাষণবাজি করছিল। মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে মারছে কৃষকদের। এই তো অবস্থা। গোয়ায় বিজেপিকে হারিয়ে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করবে তৃণমূল। দেড় বছরের মধ্যে ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারকে রাজ্য ছাড়া করব। ক্ষমতা থাকলে আটকাও। শুধু ত্রিপুরা, গোয়া নয় অন্যান্য রাজ্যেও যাব। এই বাংলাই দেশনেত্রীকে উপহার দিতে চলেছে। যাঁর দিকে গোটা দেশ তাকিয়ে আছে। একমাত্র তিনি-ই পারেন বিজেপি-কে সরিয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে।''
বিজেপিকে দিল্লি থেকে হঠানো কংগ্রেসের পক্ষে সম্ভব নয় বলে দাবি করেছেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়,''তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলছে কংগ্রেস। কখনও সিপিএমের সঙ্গে জোট হচ্ছে কখনও হচ্ছে না। কখনও আইএসএফের সঙ্গে জোট। মানে যেনতেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। আর বিজেপির সুবিধা করে দিতে হবে। আরে কংগ্রেসের সঙ্গে বিজেপির পার্থক্য কোথায় জানেন? কংগ্রেস ৭ বছর ধরে বিজেপির কাছে হারছে। আর তৃণমূল ৭ বছর ধরে বিজেপিকে হারাচ্ছে। ২০২৪ সালে বিজেপিকে ভারত ছাড়া করবে তৃণমূল কংগ্রেস। জাতীয় কংগ্রেসের দ্বারা হবে না। এদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। নোটায় ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। তেমন কংগ্রেস ও সিপিএমকে ভোট দেওয়ার অর্থ ভোট নষ্ট।''
অভিষেকের এই অভিধায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া,''এতদিন বলছিলেন বাংলার মেয়ে। এখন বাংলার মেয়ে গোয়ার মেয়ে হবেন। এর পর দেশনেত্রী হবেন। আর বাংলা গোল্লায় যাচ্ছেন। কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন। বিজেপির সুবিধা করে দিচ্ছেন।''
একই সুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন,''গোয়ায় যাচ্ছেন কারণ বিজেপিকে খুশি করতে হবে। এটাই গোপন চুক্তি। যেখানে কংগ্রেস আছে সেখানে দুর্বল করো। বিরোধীদের জোট বাঁধতে দিলে হবে না। তার জন্য দালাল ধরতে হবে। দালাল কে? মমতা। বিজেপিকে ছেড়ে কংগ্রেসকে আক্রমণ করছে। বিনিময়ে চুক্তি আমার পরিবারকে বাঁচাও। আর ওদিকে মোদি মোগাম্ব খুশ হুয়া।''
আরও পড়ুন-