Abhishek Banerjee: 'মনোনয়ন জমা দিতে কোনও অসুবিধা হলে জানাক', বিরোধীদের অভিযোগ ওড়ালেন অভিষেক
'বিরোধীরা এখনও পর্যন্ত ৮০ হাজার আসনে মনোনয়ন জমা দিয়েছে। তৃণমূল মাত্র ১০ হাজার', বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রবীর চক্রবর্তী: 'তৃণমূল কাউকে বাধা দেয়নি'। মনোনয়ন নিয়ে বিরোধীদের অভিযোগ ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'বিরোধীরা এখনও পর্যন্ত ৮০ হাজার আসনে মনোনয়ন জমা দিয়েছে। তৃণমূল মাত্র ১০ হাজার! বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোনও অসুবিধা হলে আমাদের জানাক'।
হাতে আর মাত্র একদিন। পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে অশান্তি অব্যাহত রাজ্যে। এদিন আইএসএফ ও তৃণমূলের লড়াইয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়, তখন বোমা-গুলি চলল ক্যানিংয়ে। গুলিবিদ্ধ হলেন একজন। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করল পুলিস। বিরোধীদের অভিযোগ, মনোনয়ন পেশ করতে বাধা দিচ্ছে তৃণমূল।
এদিকে পঞ্চায়েত কাকে প্রার্থী হিসেবে চান? সাধারণ মানুষের মতামত জানতে রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করছেন অভিষেক। কর্মসূচির নাম, 'তৃণমূলের নবজোয়ার'। ২৫ এপ্রিল কোচবিহার থেকে এই কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। অভিষেক এখন পৌঁছে গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়। বস্তুত, এই জেলায়তেই শেষ হবে 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচি। কাকদ্বীপে নবজোয়ারে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Panchayat Election 2023: মনোনয়নকে কেন্দ্র রণক্ষেত্র ভাঙড়, আচমকাই নবান্নে নওশাদ সিদ্দিকী.....
অভিষেক বলেন, 'বিরোধীদের অভিযোগ সত্য় নয়। এখনও পর্যন্ত বিরোধীরাই সবচেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছে। আমরা কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দিইনি। আজ, বুধবার ও আগামীকাল আমরা মনোনয়ন জমা দেব। বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোথাও অসুবিধা হলে আমাদের জানাক'।