দায়িত্ব পাওয়ার পরই তৃণমূল যুবর কড়া নিয়ামবলী তৈরি করলেন অভিষেক

Updated By: Oct 31, 2014, 09:50 AM IST
দায়িত্ব পাওয়ার পরই তৃণমূল যুবর কড়া নিয়ামবলী তৈরি করলেন অভিষেক

তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার প্রথম বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে শক্ত হাতে তৃণমূল যুব কংগ্রেসের হাল ধরেছেন, তা বুঝিয়ে দিলেন প্রথম বৈঠকেই। বৈঠকে মুকুল রায়, শুভ্রাংশু রায় উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দলীয় কর্মীদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় জারি করলেন বেশ কিছু নির্দেশিকা।

তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কোন ব্যক্তি বা গোষ্ঠীর দল নয়। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির গুরুদায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার প্রথম বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে এই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে কড়া হাতে তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বভার সামলাবেন, সেটা তিনি প্রথম বৈঠকেই ঠারেঠরে বুঝিয়ে দিলেন। কলকাতা ও জেলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নতুন সভাপতি জারি করলেন বেশ কিছু নির্দেশিকা।

কী সেই নির্দেশিকা? দেখে নেওয়া যাক একনজরে--

কোনভাবেই দলে গোষ্ঠীদন্দ্ব বরদাস্ত করা হবে না।
কোনও ব্যক্তির নামে তৃণমূল যুব কংগ্রেসের লেটার হেড নয়।
তোলাবাজির ঘটনা ঘটলে তা সহ্য করা হবে না।
কোনও ব্যক্তির ব্যাকগ্রাউন্ড না দেখে তাঁকে দলের সদস্য করা হবে না।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের কলকাতা ও জেলার প্রতিনিধিরা।

 

.