রান্নার গ্যাসের পাইপ ফেটে বিধ্বংসী আগুন, প্রতিবেশীরা বাঁচালেন অসুস্থ বৃদ্ধকে

নীচের ঘরে তালা বন্ধ অবস্থায় ছিলেন শয্যাশায়ী এক ব্যক্তি।

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Sep 20, 2020, 09:10 PM IST
রান্নার গ্যাসের পাইপ ফেটে বিধ্বংসী আগুন, প্রতিবেশীরা বাঁচালেন অসুস্থ বৃদ্ধকে

নিজস্ব প্রতিবেদন- গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লেগেছিল উত্তর কলকাতা শোভাবাজারের নীলমনি মিত্র স্ট্রিটে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে রান্না করার সময় আচমকাই গ্যাসের পাইপ ফেটে গিয়ে আগুন ধরে যায়। পুড়ে যায় ঘরের বেশ কিছু সামগ্রী। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। রাত থেকেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। আর এবার জানা যাচ্ছে, সেই বিধ্বংসী আগুনে বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন এক অসুস্থ ব্যক্তি।

আরও পড়ুন-  করোনা আক্রান্ত প্রসূতিকে বাঁচাতে 'নিয়ম' ভাঙল সল্টলেকের বেসরকারি হাসপাতাল

তাঁদেরই মাথার উপরের ঘরে আগুন লেগেছিল। নীচের ঘরে তালা বন্ধ অবস্থায় ছিলেন শয্যাশায়ী এক ব্যক্তি। বছর পচাত্তরের গৌরাঙ্গ মুখার্জী দীর্ঘদিন ধরেই অসুস্থ। স্ট্রোক হওয়ার কারণে দীর্ঘ দিন ধরে তিনি বিছানায়। স্ত্রী ঘরে তালা দিয়ে কাজে গিয়েছিলেন। তার মধ্যেই আগুন লাগার ঘটনা ঘটে উপরতলায়। খবর পেয়ে গৌরাঙ্গবাবুর স্ত্রী ছুটতে ছুটতে বাড়ি ফিরে আসেন। ততক্ষণে অবশ্য ঘরের দরজা ভেঙে ওই বৃদ্ধকে উদ্ধার করে ফেলেছিলেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাঁটতে পারেন না। তাই কাঁধে ভর দিয়েই তাঁকে নিচে নামিয়ে আনা হয়। বড় বিপদের হাত থেকে রক্ষা পান গৌরাঙ্গ মুখার্জী।

.