ঋতুমতী মহিলাকে প্রেক্ষাগৃহের শৌচালয় ব্যবহারে বাধা, চাঞ্চল্য হাতিবাগানে
দম্পতির অভিযোগ আজ সকালে অনেক টালবাহানার পর প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ নেয় পুলিস।
নিজস্ব প্রতিবেদন: রাতপোহালেই বিশ্ব নারী দিবস। ট্রেন্ডিং-এ সাম্যবাদ। আর এরই মাঝে এক খবরে লজ্জায় মুখ লুকোচ্ছে শহর। ঋতুমতী এক মহিলাকে শৌচাগার ব্যবহারে বাধা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর কলকাতার এক প্রেক্ষাগৃহে। জানা গিয়েছে, গতকাল রাজারহাটের এক দম্পতি সিনেমা দেখতে আসেন হাতিবাগানের একটি প্রেক্ষাগৃহে। ভদ্রমহিলা সেই সময় ঋতুমতী ছিলেন।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে খুলল চুঁচুড়ার 'বিতর্কিত' বিনোদন পার্ক
অভিযোগ, সেই সময়ে প্রেক্ষাগৃহের শৌচাগার ব্যবহার করতে গেলে মহিলা অ্যাটেন্ড্যান্ট তাঁকে বাধা দেয়। তাঁকে বলা হয়, বাইরের কোনও শৌচাগার ব্যবহার করতে। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য মহিলারাও নাকি তাঁকে কটাক্ষ করতে থাকেন বলে অভিযোগ। দম্পতির অভিযোগ আজ সকালে অনেক টালবাহানার পর প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ নেয় পুলিস।
যদিও এ বিষয়ে কিছুই বলতে চাননি ওই মহিলা। তবে মিনারের ঘটনায় মহিলার স্বামীর জানিয়েছেন, পুলিসের হস্তক্ষেপে প্রেক্ষাগৃহের ম্যানেজার নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। তিনি আরও বলেন, এমন হেনস্থায় আমরা এই ঘটনায় লজ্জিত ও বিব্রত। আমার স্ত্রী মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন"।