Suicide: হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ! ন্যাশনাল মেডিক্যাল কলেজে আত্মঘাতী পড়ুয়া
পড়াশোনার চাপে মানসিক অবসাদের জের? ঘটনার আকস্মিকতায় হতবাক বাড়ির লোক, আত্মীয়-পরিজন, বন্ধুরা।
মৈত্রেয়ী ভট্টাচার্য: পড়াশোনার চাপে মানসিক অবসাদের জের? ন্যাশনাল মেডিক্যাল কলেজে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া। হস্টেলে ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনার আকস্মিকতায় হতবাক বাড়ির লোক, আত্মীয়-পরিজন, বন্ধুরা।
জানা গিয়েছে, মৃতের নাম প্রদীপ্তা দাস। বাড়ি, সোদপুরে। ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। থাকতেন কলেজের হস্টেলেই। রোজকার মতো এদিন ক্লাস করেন প্রদীপ্তা। ঘড়িতে তখন চারটে। বিকেলে হস্টেলে ফেরেন তিনি।
আরও পড়ুন: Cooch Behar: জল্পেশকাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা; নিহতদের পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর
তারপর? রুমমেট হস্টেলে ফিরে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। কেন? ডাকাডাকি করেও প্রদীপ্তার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর দরজা ভাঙতেই দেখা যায়, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ডাক্তারি পড়ুয়া! ন্য়াশনাল মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কেন আত্মহত্যা? কলেজ সূত্রে খবর. পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন প্রদীপ্তা। এমনকী, শেষ যে পরীক্ষা দিয়েছিলেন, তাতেও যথেষ্ট ভালো রেজাল্ট করেছিলেন তিনি। কিন্তু ইদানিং পড়া ভুলে যাওয়া নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছিলেন। মানসিক অবসাদের কারণে ডাক্তারও দেখানো হয়েছিল প্রদীপ্তাকে। আগামিকাল, মঙ্গলবার এনআরএস হাসপাতালের মর্গে তাঁর দেহের ময়নাতদন্ত হবে।