Madhyamik 2022: উত্তরপত্রে গালিগালাজ! অভিভাবকদের 'খাতা' দেখাল পর্ষদ

শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: সংখ্যাটা খুবই নগণ্য। এ বছর মাধ্যমিকে উত্তরপত্রে অশ্রাব্য গালিগালাজ লিখেছে বেশ কয়েকজন পড়ুয়া! পরীক্ষার খাতা দেখে স্তম্ভিত মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। তাজ্জব বনে গিয়েছেন অভিভাবকরাও। সূত্রের খবর তেমনই।

জীবনের প্রথম বড় পরীক্ষা। বছরভর মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেয় পড়ুয়ারা। গত বছর করোনার কারণে শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছিল পরীক্ষা। এবছর চিরাচরিত নিয়মে ফের হলে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থীরা। রেজাল্ট কবে? এখনও পর্যন্ত যা খবর, উত্তরপত্রের মূল্যায়ণ শেষ। জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিক ফলপ্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: Private Universities Visitor: রাজ্যপাল নন, এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে শিক্ষামন্ত্রী?

পর্ষদ সূত্রের খবর, প্রতিবছরই বিভিন্ন কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের উত্তরপত্র বাতিল করতে হয়। কেন? দেখা যায়, হয়তো কেউ এমন উত্তর লিখেছে, যার সঙ্গে মূল বিষয়ের কোনও সাদৃশ্য নেই। এমনকী, কোনও প্রশ্নের উত্তর না লিখে পাস করিয়ে দেওয়ার আর্জি জানানোর নজিরও রয়েছে। কিন্তু এবছর মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে কার্যত মাথায় হাত পর্ষদ কর্তাদের।

আরও পড়ুন: SSC: 'কোথা থেকে টাকা এল, কাকে টাকা দেওয়া হল'? তদন্তে এবার ED

কেন? মাধ্যমিকের উত্তরপত্রে অশ্রাব্য় গালিগালাজ লিখে পাতার পর পাতা ভরিয়েছে হাতে গোনা কয়েকজন পড়ুয়া। অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছিল। সন্তানদের সঙ্গে নিয়ে পর্ষদের অফিসে এসেছিলেন তাঁরা। এমন ভাষা শিখল কোথা থেকে? পড়ুয়াদের সামনে যখন খাতা দেখানো হয়, হকচকিয়ে যান অভিভাবকরাও। 

আরও পড়ুন: Kolkata Metro: কলকাতা মেট্রোয় এবার প্রি-ওয়েডিং শুট, বার্থ-ডে পার্টির সুযোগ?

স্বামী নেই। অনেক কষ্ট করে সন্তানকে পড়াশোনা করাচ্ছেন নিম্নবিত্ত পরিবারের এক মহিলা। রাগ নয়, বরং সন্তানের মাধ্য়মিকের খাতা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। কোনও কোনও অভিভাবক আবার পর্ষদ কর্তাদের সামনেই সন্তানকে মারধরও করেন বলে জানা গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
A section of students writes foul language in the answet sheet of Madhymik this year
News Source: 
Home Title: 

Madhyamik 2022: উত্তরপত্রে গালিগালাজ! অভিভাবকদের 'খাতা' দেখাল পর্ষদ

Madhyamik 2022: উত্তরপত্রে গালিগালাজ! অভিভাবকদের 'খাতা' দেখাল পর্ষদ
Yes
Is Blog?: 
No