কামদুনি থেকে মধ্যমগ্রাম- ধর্ষণের প্রতিবাদে ফের কলকাতায় মিছিল

কামদুনি থেকে মধ্যমগ্রাম। ধর্ষণের প্রতিবাদে ফের কলকাতায় মিছিল। সিআইটিইউয়ের ডাকা মিছিলে পা মেলালেন নির্যাতিতার বাবাও। নির্যাতিতার সুচিকিত্‍সার দাবি জানানো হল রাজ্যপালের কাছে। মধ্যমগ্রামে নির্যাতিতা কিশোরীর যথাযথ চিকিত্সা ও দোষীদের শাস্তির দাবিতে, রাজ্যপালের কাছে স্মারকলিপিও দিল বামেরা৷

Updated By: Dec 30, 2013, 08:01 PM IST

কামদুনি থেকে মধ্যমগ্রাম। ধর্ষণের প্রতিবাদে ফের কলকাতায় মিছিল। সিআইটিইউয়ের ডাকা মিছিলে পা মেলালেন নির্যাতিতার বাবাও। নির্যাতিতার সুচিকিত্‍সার দাবি জানানো হল রাজ্যপালের কাছে। মধ্যমগ্রামে নির্যাতিতা কিশোরীর যথাযথ চিকিত্সা ও দোষীদের শাস্তির দাবিতে, রাজ্যপালের কাছে স্মারকলিপিও দিল বামেরা৷

সিআইটিইউ-এর ডাকা প্রতিবাদ মিছিলে পা মেলালেন নির্যাতিতার বাবাও। মেয়ের চিকিত্সা নিয়ে একরাশ ক্ষোভ বাবার গলায়।

সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিলের শুরু। শেষ ধর্মতলায়।

মিছিলে হাঁটলেন বিশিষ্ট জনেরা। চলল নির্যাতিতা কিশোরীর চিকিত্‍সার জন্য অর্থ সংগ্রহও। দোষিদের গ্রেফতারের দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন।
কামদুনি থেকে মধ্যমগ্রাম। প্রতিবাদে মুখর হলেন সকলে।

২৩ ডিসেম্বর থেকে আর জি কর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মধ্যমগ্রামের এক কিশোরী৷ ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার৷ অভিযোগ, প্রায় ৭০ শতাংশ পুড়ে যাওয়া ওই কিশোরীর ঠিকমতো চিকিত্সা তো হচ্ছেই না, অন্য কোথাও রেফারও করা হচ্ছে না৷

.