সরকারি হাসপাতালে আরও ৭০০০ ডাক্তার নিয়োগ করা হবে : মমতা
সরকারি হাসপাতালের চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের মানবিক হওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিত্সকদের মুখ্যমন্ত্রী বলেন, কাজে ভুল হলে সেই ভুল সংশোধন করে নিতে হবে। আজ স্বাস্থ্যকর্মীদের বিমা প্রকল্প স্বাস্থ্যসাথীর উদ্বোধন করেন তিনি।
ওয়েব ডেস্ক : সরকারি হাসপাতালের চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের মানবিক হওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিত্সকদের মুখ্যমন্ত্রী বলেন, কাজে ভুল হলে সেই ভুল সংশোধন করে নিতে হবে। আজ স্বাস্থ্যকর্মীদের বিমা প্রকল্প স্বাস্থ্যসাথীর উদ্বোধন করেন তিনি।
মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে স্বাস্থ্য দফতর। আর সরকারি হাসপাতালে চিকিত্সায় গাফিলতির অভিযোগ নতুন নয়। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চিকিত্সকদের বার্তা দিলেন মমতা। রোগীর পরিবারের সঙ্গে মানবিক ব্যবহারের কথা বললেন। একইসঙ্গে, চিকিত্সকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন, বহু ক্ষেত্রেই ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়।
এ দিন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য-সহ অন্য অস্থায়ী কর্মীদের জন্য সরকারি বিমা প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ৩ কোটি স্বাস্থ্যকর্মী সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে দেড় থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিত্সা বিমার সুবিধা পাবেন। সরকারি হাসপাতালে আরও সাত হাজার ডাক্তার নিয়োগের কথা জানান মুখ্যমন্ত্রী। এ দিন রাজ্য সরকারের তরফে চিকিত্সক ও নার্সদের স্বাস্থ্য সম্মান দেওয়া হয়।
আরও পড়ুন, "প্রয়োজনে আপনার লোককেও গ্রেফতার করতে পারি"