কেন্দ্রের 'উড়ান' প্রকল্পে ৭টি নতুন রুট পেল পশ্চিমবঙ্গ

কেন্দ্রের 'উড়ান' প্রকল্পে ৭টি নতুন উড়ান রুট পেল পশ্চিমবঙ্গ। রুটগুলি হল, কলকাতা থেকে অন্ডাল, বার্নপুর, কোচবিহার, জামশেদপুর, রৌরকেল্লা, আইজল এবং দুর্গাপুর-বাগডোগরা। সস্তার উড়ান পরিষেবার দেশের প্রত্যন্ত এলাকাগুলিকে যুক্ত করতেই কেন্দ্রীয় প্রকল্প UDAN। পুরো নাম 'উড়ে দেশ কি আম নাগরিক'।

Updated By: Mar 30, 2017, 03:46 PM IST
কেন্দ্রের 'উড়ান' প্রকল্পে ৭টি নতুন রুট পেল পশ্চিমবঙ্গ

ওয়েব ডেস্ক : কেন্দ্রের 'উড়ান' প্রকল্পে ৭টি নতুন উড়ান রুট পেল পশ্চিমবঙ্গ। রুটগুলি হল, কলকাতা থেকে অন্ডাল, বার্নপুর, কোচবিহার, জামশেদপুর, রৌরকেল্লা, আইজল এবং দুর্গাপুর-বাগডোগরা। সস্তার উড়ান পরিষেবার দেশের প্রত্যন্ত এলাকাগুলিকে যুক্ত করতেই কেন্দ্রীয় প্রকল্প UDAN। পুরো নাম 'উড়ে দেশ কি আম নাগরিক'।

একঘণ্টার কম সময়ের উড়ানের ক্ষেত্রে এই প্রকল্প কার্যকর হবে। ভাড়া বেঁধে দেওয়া হয়েছে আড়াই হাজার টাকার নীচে। দেশজুড়ে মোট ১২৮ টি রুটে বিমান চালাবে ৫ টি উড়ান সংস্থা। জুলাই থেকেই শুরু হয়ে যাবে পরিষেবা।

আরও পড়ুন, ফের সংবাদ শিরোনামে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল

.