বইমেলায় পকেটমারের গ্যাং! কড়া নজরদারিতে পুলিসের জালে ৬
বিধাননগর উত্তর থানার পুলিস সূত্রে খবর, কলকাতা আন্তর্জাতিক বই মেলায় সন্দেহজনক ভাবে এক যুবককে ঘুরতে দেখা যায়। তার গতিবিধির উপর নজর রাখে মেলায় কর্তব্যরত পুলিস কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদন: কলকাতা বইমেলা থেকে ৬ পকেটমারকে গ্রেফতার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতরা কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিধাননগর উত্তর থানার পুলিস সূত্রে খবর, কলকাতা আন্তর্জাতিক বই মেলায় সন্দেহজনক ভাবে এক যুবককে ঘুরতে দেখা যায়। তার গতিবিধির উপর নজর রাখে মেলায় কর্তব্যরত পুলিস কর্তৃপক্ষ। পরে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবদ চালালে, জানা যায়, বইমেলায় এক গ্যাং রয়েছে। ছিনতাই-পকেটমারের জন্য জড়ো হয়েছিল তারা। ওই যুবককে সঙ্গে নিয়ে পুলিস তল্লাশি চালালে, জালে আরও ৫ জন ধরা পড়ে। অভিযুক্তরা মল্লিকপুর, বাড়ুইপুরস তোপসিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- করোনাকে ‘রাজ্যের বিপর্যয়’ বলে ঘোষণা কেরলের, মোকাবিলায় ময়দানে ৪০ হাজার সরকারি কর্মী
পুলিস সূত্রে খবর এখনো পর্যন্ত এই বই মেলা থেকে কমপক্ষে ২০জন পকেট মারকে গ্রেফতার করেছে পুলিস। আজ ধৃত ছয় জনকে বিধাননগর কোর্টে তোলা হবে।