শব্দবাজির প্রতিবাদ করে বেধড়ক মার খেয়ে গুরুতর জখম ৪

Updated By: Oct 24, 2014, 09:55 AM IST
শব্দবাজির প্রতিবাদ করে বেধড়ক মার খেয়ে গুরুতর জখম ৪

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হল ৪ জনকে। মেরে দুজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। একজনের নাক ফেটে গিয়েছে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পাইকপাড়ার নর্থ সঙ্ঘ ক্লাবের সামনে।

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন সোমনাথ মণ্ডল। তখন তাঁকে চড় থাপ্পড় মারা হয়। এরপর তাঁর বাড়ির লোকজন প্রতিবাদ করলে ব্যাট-উইকেট নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহতদের রাতেই আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের মাথার সিটি স্ক্যান করানো হবে।

নিষিদ্ধ ঘোষণা করা হলেও বৃহস্পতিবার কলকাতায় অবাধে ফাটানো হয়েছে শব্দবাজি। পুলিসি সতর্কতা সত্ত্বেও রোখা যায়নি শব্দবাজির বিক্রি।

.