ধর্মতলা বাসস্ট্যান্ড সরাতে সময় লাগবে ৩ বছর, কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ
ধর্মতলা এলাকার বাসস্ট্যান্ড পুরোপুরি অন্যত্র সরিয়ে নিতে ৩ বছর সময় লাগবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টকে এই মর্মে রিপোর্ট দিল হাই পাওয়ার কমিটি। তিন বছর সময়ের আর্জি মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে কীভাবে কাজের অগ্রগতি হচ্ছে, তা নিয়ে কমিটিকে ৩ মাস অন্তর রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ধর্মতলা এলাকার বাসস্ট্যান্ড পুরোপুরি অন্যত্র সরিয়ে নিতে ৩ বছর সময় লাগবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টকে এই মর্মে রিপোর্ট দিল হাই পাওয়ার কমিটি। তিন বছর সময়ের আর্জি মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে কীভাবে কাজের অগ্রগতি হচ্ছে, তা নিয়ে কমিটিকে ৩ মাস অন্তর রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ধর্মতলা এলাকার বাসস্ট্যান্ডের দূষণের কারণে ক্ষতি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের শ্বেত পাথরের। এই অভিযোগে ধর্মতলার বাসস্ট্যান্ড সরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। বাম আমলের এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তত্কালীন মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি হয় হাই পাওয়ার কমিটি। আজ আদালতকে রিপোর্ট জমা দেয় কমিটি। একইসঙ্গে কমিটি তিন বছর সময়ের জন্য আর্জি জানালে তা মঞ্জুর করে আদালত।