Loksabha Election 2024: ভোটের আগেই রাজ্যে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
শিয়রে লোকসভা ভোট। রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী! কত? ২৭ কোম্পানি। ১ এপ্রিলের মধ্য়েই এই বাহিনী চলে আসবে। কমিশন সূত্রের তেমনই খবর।
পিয়ালী মিত্র: শিয়রে লোকসভা ভোট। রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী! কত? ২৭ কোম্পানি। ১ এপ্রিলের মধ্য়েই এই বাহিনী চলে আসবে। কমিশন সূত্রের তেমনই খবর।
আরও পড়ুন: Kunal Ghosh: লোকসভায় কটা আসন পেতে পারে তৃণমূল, বড় ভবিষ্য়দ্বাণী করে দিলেন কুণাল
আর বেশি দেরি নেই। ১৯ এপ্রিল থেকে ১ জুন। বাংলায় এবার লোকসভা ভোটে এবার ৭ দফায়। তখনও ভোটের নির্ঘণ্টই ঘোষণা হয়নি। মার্চেই রাজ্য়ে চলে আসে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন জওয়ান। নির্বাচন কমিশনের সুপারিশ মেনে এবার বাংলার আরও বাহিনী পাঠাতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক! কলকাতা উত্তর-সহ ৬ বুথকে স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন।
এদিকে ভোটের আগে কলকাতায় পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ নগদ। বড়বাজার, বউবাজার ও পোস্তায় অভিযান চালিয়ে ৫৪ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিস। গ্রেফতার ৩। কমিশনের নির্দেশ, 'কোনও অভিযানে ১০ লক্ষের বেশি টাকা উদ্ধার হলে জানাতে হবে আয়কর দফতরকে'। সেইমতোই প্রত্যেক থানাকে নির্দেশ পাঠাল লালবাজার।
আরও পড়ুন: Lok Sabha Election 2024 | Jadavpur Constituency: রবিবাসরীয় প্রচারে রাস্তায় তিন পক্ষ! তুঙ্গে তরজা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)