Kunal Ghosh: লোকসভায় কটা আসন পেতে পারে তৃণমূল, বড় ভবিষ্য়দ্বাণী করে দিলেন কুণাল

Kunal Ghosh: সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, একসময় বলেছিলেন সারদা চিটফান্ডের টাকা মমতার বাড়িতে স্টক হয়ে রয়েছে। সেইসব ভবিষ্যদ্বাণী কোথায় গেল জানি না

Updated By: Mar 24, 2024, 06:37 PM IST
Kunal Ghosh: লোকসভায় কটা আসন পেতে পারে তৃণমূল, বড় ভবিষ্য়দ্বাণী করে দিলেন কুণাল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের আগে তৃণমূলের আসন পাওয়া নিয়ে জোরাল ভবিষ্যবাণী করে দিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। বিরোধীরা যখন জোর গলায় বলতে চাইছে বাংলায় এবার তৃণমূলের অবস্থা খারাপ সেখানে কুণাল ঘোষ হিসেব কষে বলছেন লোকসভা ভোটে এবার তৃণমূল পাবে ৩০-৩৫ আসন। সংখ্যাটা আরও বাড়তে পারে। এক্স হ্যান্ডেলে এমনটাই লিখেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন-'মালদহের ২ আসনে আমাদের প্রার্থী নেই, আবার আছেও': বিমান

দেশের কয়েকটি সমীক্ষা বলছে গত বারের থেকে এবার বিজেপির আনসংখ্যা খুব বেশি কমবে না। সেখানে কুণাল ঘোষের দাবি, লোকসভায় এবার তৃণমূল ভোটে পেতে পারে ৫৮-৬১ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে কমবেশি ৩০-৩২ শতাংশ ভোট। আসনসংখ্যার দিকে থেকে বিজেপি আটকে যেতে পারে ৫-১১ আসনের মধ্যে। আর বাম-কংগ্রেস পাবে শূন্য।

কুণাল ঘোষের বক্তব্য, এখনওপর্যন্ত কোনও আমরা মানুষের যে সাড়া পাচ্ছি তাতে প্রতিটি বুথেই আমরা ৫০ শতাংশের বেশি ভোট পাব। রাজ্যের একশো শতাংশ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ণটা পেয়েছেন। খুব খারাপ হলে আমরা ধরে নিচ্ছি আমরা ৩০-৩৫টা আসন পাব। আমরা এটাকে বাড়ানোর চেষ্টা করব।

কুণাল ঘোষের ওই পোস্ট নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, কুণাল ঘোষের কাছে টিয়াপাখির খাঁচা আছে বলে জানা নেই। উনি সাংবাদিক ছিলেন, সাংসদ হয়েছিলেন, ২০১১ সালের রাজ্যে পালাবদলের সময়ে তাঁর একটা ভূমিকা ছিল। তারপর তিনি জেল যাত্রা করলেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে অভিযোগ করলেন।  কিন্তু কুণালের চিত্কারকে পুলিস বাজেয়াপ্ত করে দিয়েছিল। তিনি এখন দেখতে পারছেন তৃণমূল কংগ্রেসের ভবিষ্যত কী? তাই এখন তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে চাইছেন। কিন্তু কোনও প্রচেষ্টাই সফল হবে না।

অন্যদিকে, এনিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, একসময় বলেছিলেন সারদা চিটফান্ডের টাকা মমতার বাড়িতে স্টক হয়ে রয়েছে। সেইসব ভবিষ্যদ্বাণী কোথায় গেল জানি না। ওঁর কথার কোনও মূল্য আছে বলে মনে করি না। অমিত শাহ বলেছেন বিজেপি পাবে ৩৫ আসন আর উনি বলছেন তৃণমূল পাবে ৩৫ আসন। এটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের প্রার্থী নিয়ে বিজেপি সাংসদ তৈরি করতে চায় আর বিজেপির বিধায়ক নিয়ে তৃণমূল প্রার্থী করছে। ভোটে হোক, মানুষ নিজে মতো ভোটে দিলে তৃণমূলের হাল কী হবে তার জন্য অপেক্ষা করুন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.