আবার সেরা ২৪ ঘণ্টা

শীতের শহরে নক্ষত্র সমাগম। সেখানে হাজির টলিউড, বলিউড থেকে শুরু করে বিদেশি তারকারাও। সৌজন্যে কলাকার অ্যাওয়ার্ড। শিল্প ও সংস্কৃতি জগতের কয়েকজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে কলাকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেই অনুষ্ঠানে সেরা বাংলা নিউজ চ্যানেলের সম্মান পেল ২৪ ঘণ্টা।

Updated By: Jan 14, 2013, 12:24 PM IST

শীতের শহরে নক্ষত্র সমাগম। সেখানে হাজির টলিউড, বলিউড থেকে শুরু করে বিদেশি তারকারাও। সৌজন্যে কলাকার অ্যাওয়ার্ড। শিল্প ও সংস্কৃতি জগতের কয়েকজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে কলাকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেই অনুষ্ঠানে সেরা বাংলা নিউজ চ্যানেলের সম্মান পেল ২৪ ঘণ্টা।
রবিবার সন্ধেয় এক অনবদ্য সময়ের সাক্ষী রইল সায়েন্স সিটি প্রেক্ষাগৃহ। তারকাদের মহামিলনে তৈরি হল এক আশ্চর্য আবহ। ঘরের টলিউডপাড়া থেকে শুরু করে আরব সাগরের তীরের বলিউড, অতিথি বাসরে সবাই হাজির। 
কলাকার অ্যাওয়ার্ডে সেরা বাংলা নিউজ চ্যানেলের পুরস্কারে সম্মানিত চব্বিশ ঘণ্টা।
সারা জীবনের কাজের স্বীকৃতি দেওয়া হল অমলা শঙ্করকে। জীবন্ত কিংবদন্তীর সম্মানে সম্মানিত হলেন প্রেম চোপড়া।
ঋতুপর্ণা সেনগুপ্ত হলেন ক্যুইন অফ টলিউড।
ওম শান্তি ছবির জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন শতাব্দী রায়।
সেরা অভিনেতার পুরস্কার পেলেন বোমান ইরানি।
সিরিন ফারহাদ কি তো নিকল পড়ি ছবিতে অভিনয়ের জন্য বলিউডের বেস্ট ডেবিউ অ্যাকট্রেস পুরস্কারে সম্মানিত হয়েছেন ফারহা খান।
খিলাড়ি ৭৮৬ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে আইটেম নম্বরে পারফর্ম করেছেন জার্মানির অভিনেত্রী ক্লডিয়া। বেস্ট ডেবিউ ফরেন ফেসের পুরস্কার পেয়েছেন তিনি।

.