শীতের ছন্দে পতন আনল পশ্চিমীঝঞ্ঝা

ফের হাড় কাঁপানো শীতে ছন্দপতন। এই মুহুর্তে উত্তুরে হাওয়ার গতিপথে কোন বাধা না থাকলেও আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছাকাছি আসতে চলেছে একটি পশ্চিমীঝঞ্ঝা। এর ফলে তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের কাছে চলে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Updated By: Jan 14, 2013, 11:53 AM IST

ফের হাড় কাঁপানো শীতে ছন্দপতন। এই মুহুর্তে উত্তুরে হাওয়ার গতিপথে কোন বাধা না থাকলেও আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছাকাছি আসতে চলেছে একটি পশ্চিমীঝঞ্ঝা। এর ফলে তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের কাছে চলে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সেই কারণেই শীতের স্বাভাবিক গতিতে ছেদ পড়েছে  বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস। হাল্কা কুয়াশাও রয়েছে।

.