দুষ্কৃতীদের নজরে এটিএম, হাল হকিকত্ ঘুরে দেখলেন ২৪ ঘণ্টার প্রতিনিধি
কলকাতায় দুষ্কৃতীদের নজরে এখন বিভিন্ন ব্যাঙ্কের এটিএমও। কোথাও সশস্ত্র হামলা চালিয়ে লুঠ। কোথাও পিনে কারসাজি করে টাকা তুলে নেওয়া। এসবের জেরে এটিএমের নিরাপত্তা নিয়ে আদৌ কি চিন্তিত ব্যাঙ্কের
কর্তারা? এটিএমগুলোর হাল-হকিকত্ ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি।
দুপুর ১টা, সল্টলেকের পিএনবি মোড়
রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএম একেবারে বড় রাস্তার ধারে। দুপুরের দিকে কিংবা বেশি রাতে ফাঁকাই থাকে এই এলাকা। কিন্তু এই এটিএমে দেখা মিলল না কোনও নিরাপত্তারক্ষীর।
দুপুর ১টা ১০ মিনিট, সল্টলেকের পিএনবি মোড়
বেসরকারি ব্যাঙ্কের এটিএমেও একই ছবি।
দুপুর ২টো, বাগুইআটির অশ্বিনীনগর
পর পর দুটো ব্যাঙ্কের এটিএম। নিরাপত্তারক্ষী দূর অস্ত, এটিএমের দরজায় কোনও লকই নেই। অবাধে যে কেউ ঢুকে যেতে পারেন এটিএমে। কাউন্টারে নেই সিসিটিভি ক্যামেরাও।
দুপুর ২টো ৩০ মিনিট, হাতিয়ারা
শুনশান রাস্তার পাশেই এটিএম। খোলাই রয়েছে এটিএমের দরজা।
এবছরের তেরোই মে নিরাপত্তারক্ষীকে মারধর করে বাউড়িয়ার বুড়িখালির এটিএম থেকে লুঠ হয় বারো লক্ষ টাকা। পাঁচই জুলাই অশ্বিনীনগরে এটিএম ভাঙার চেষ্টা করে এক দুষ্কৃতী। তাকে অবশ্য ধরে ফেলেন
নিরাপত্তারক্ষী। দু-দুটো ঘটনার পরও শহরের বিভিন্ন এলাকায় এটিএমের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তথৈবচ।