কবিপক্ষের শেষ আজ
আজ বাইশে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে কলকাতার বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই দলে দলে মানুষ ভিড় জমান নিমতলা মহাশ্মশানে।
Updated By: Aug 7, 2012, 11:07 AM IST
আজ বাইশে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে কলকাতার বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই দলে দলে মানুষ ভিড় জমান নিমতলা মহাশ্মশানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ফলকে মাল্যদানের পাশাপাশি সকাল থেকেই আয়োজন ছিল রবীন্দ্র সংগীতেরও। কলকাতা বিশ্ববিদ্যালয়েও এদিন আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।
Tags: