Gangasagar Mela 2022: গঙ্গাসাগর মেলার বাবুঘাটের ক্যাম্পে করোনার থাবা! কোভিড পজিটিভ ২

ক্যাম্পে ক্য়াম্পে মাস্ক বিলি পুলিসের

Updated By: Jan 7, 2022, 05:57 PM IST
Gangasagar Mela 2022: গঙ্গাসাগর মেলার বাবুঘাটের ক্যাম্পে করোনার থাবা! কোভিড পজিটিভ ২

নিজস্ব প্রতিবেদন: শুক্রবারই শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2022) অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ওইদিনই ঘটল বিপত্তি। গঙ্গাসাগর মেলার  (Gangasagar Mela 2022) বাবুঘাটের ট্রান্সজিট ক্যাম্পে থাবা বসালো করোনা (Corona)। কোভিড পজিটিভ ২ জন।

জানা গিয়েছে, করোনার ঊর্ধ্বগামী গ্রাফকে দেখে সতর্ক প্রশাসন। গঙ্গাসাগরে বাবুঘাটের (Babughat) ক্য়াম্পে করোনা (Corona) পরীক্ষা হয়। মোট ৩৮ জনের নতুনা পরীক্ষা হয়। যাঁদের মধ্য়ে দু'জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া সতর্কতা স্বরূপ ক্যাম্পে ক্য়াম্পে মাস্ক বিলি করছে পুলিস। করোনাবিধি মান্য হচ্ছে কি না, তা দেখার জন্য চলছে নজরদারি। 

গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2022) জন্য শুক্রবারই তিন সদস্যের কমিটি তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। কমিটিতে থাকবেন মুখ্য সচিব, বিরোধী দলনেতা এবং মানবাধিকার কমিশনের একজন সদস্য। এছাড়া বিভিন্ন শর্তসাপেক্ষে মেলার ছাড়পত্র দিয়েছে আদালত।

স্বাস্থ্য দফতরের ৬ তারিখের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় মোট কোভিড পজিটিভ হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। সংক্রমণের নিরিখে বৃহস্পতিবারের বুলেটিনেও শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় দৈনিক সংক্রমণ ৬,৫৬৯। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে পজিটিভিটি রেট ৭.৭৪ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ।

আরও পড়ুন: Mamata Banerjee on Jagdeep Dhankhar: 'কেন্দ্রের গাইডলাইনও জানেন না রাজ্যপাল', মোদীর সামনেই নালিশ মমতার

আরও পড়ুন: Narendra Modi: 'বাংলাকে ১১ কোটি টিকা', মমতার দাবি উড়িয়ে মোদীর 'কোভিড পরিকাঠামো' পরিসংখ্যান পেশ

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App      

.