পাতিপুকুরে বাসের রেষারেষির বলি ২

ফের বেসরকারি বাসের রেষারেষির জেরে পথদুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের। শনিবার সকালে পাতিপুকুরে এই পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন সাইকেল আরোহীর। পরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন দুই মহিলার মধ্যে এক জনের মৃত্যু হয়।

Updated By: Mar 24, 2012, 11:43 AM IST

ফের বেসরকারি বাসের রেষারেষির জেরে পথদুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের। শনিবার সকালে পাতিপুকুরে এই পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন সাইকেল আরোহীর। পরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন দুই মহিলার মধ্যে এক জনের মৃত্যু হয়। ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি আরও দু'জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দু'টি বাসের মধ্যে রেষারেষির জেরেই রেল ব্রিজের নিচে ঘটে এই বিপত্তি।
২১৯ নম্বর এবং ২১৫ নম্বর রুটের দু'টি ঘাতক বাসকেই আটক করেছেন স্থানীয় বাসিন্দার। তবে ঘটনাস্থল থেকে পলাতক দু'জন চালকই। দুর্ঘটনার পরে পাতিপুকুরে রাস্তাও অবরোধ করেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সুজিত বসু ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান হয়।

.