ডুবতে ডুবতে পুণের আকাশে সূর্যোদয় হায়দরাবাদের

কলকাতার বুকে প্রবল কালবৈশাখী ঝড়। সবকিছু নিমেষে তছনছ করে দিয়ে গেল। তারই রেষ দেখা গেল আজ ঘরের মাঠে পুণের অধঃপতনে। চোখের পলক পরতে না পরতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পুণেবাহিনী। জেতার লক্ষ্যমাত্রা মাত্র ১৪ রান, হাতে ১২টি বল। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ তখনও ২০ রানে অপরাজিত। কিন্তু অমিত মিশ্রর অভাবনীয় বোলিং নিমেষে ঘুরিয়ে দিল ম্যাচের মোড়।

Updated By: Apr 17, 2013, 09:26 PM IST

সানরাইজারস- ১১৯/৮ (২০ওভার)
পুণে- ১০৮/১০ (১৯ ওভার)
সানরাইজারস ১১রানে জয়ী
ম্যাচের সেরা- অমিত মিশ্র
কলকাতার বুকে প্রবল কালবৈশাখী ঝড় । সবকিছু নিমেষে তছনছ করে দিয়ে গেল। তারই রেষ দেখা গেল আজ ঘরের মাঠে পুণের অধঃপতনে। চোখের পলক পরতে না পরতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পুণেবাহিনী। জেতার লক্ষ্যমাত্রা মাত্র ১৪ রান, হাতে ১২টি বল। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ তখনও ২০ রানে অপরাজিত। কিন্তু অমিত মিশ্রর অভাবনীয় বোলিং নিমেষে ঘুরিয়ে দিল ম্যাচের মোড়।
প্রথম বলে মণীশ পান্ডে ১ রান নিয়ে অধিনায়ককে এগিয়ে দেন। কিন্তু ম্যাথুজের, ব্যাটের গোড়ায় পরামাত্র বল না ঘর কা না ঘাট কা! বাউন্ডারি থেকে দশ ফুট দুরে স্টেইনের হাতে ধরা দিয়ে মাত্র ২০ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন ম্যাথুজ। স্ট্রাইক রেট ৮৩.৩৩। ঝুলিতে মাত্র ১ টি চার। শেষ পর্যন্ত খেলে অধিনায়ক হিসাবে এমন বিরল ইনিংসের কৃতিত্ব আইপিএল ইতিহাসে হয়ত খুব কম আছে। এরপর পান্ডে আবার ১ রান নেন। তারপর বাকিটা ইতিহাস। অমিত মিশ্রর আইপিএলের হ্যাটট্রিকের হ্যাটট্রিক। আর এদিকে ভুবেনশ্বর কুমার, রাহুল শর্মা, অশোক দিন্দা কাঁধে কাঁধ মিলিয়ে প্যাভিলিয়নের পথে।
প্রথমে টসে জিতে ম্যাথুজ ব্যাট করতে পাঠায় সানরাইজারসকে। শুরু থেকেই ছন্দপতন ঘটে হায়দরাবাদের। পাঁচ ওভারের মাথায় প্রথম চারটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সানরাইজারস। ভুবেনশ্বর কুমারের অনবদ্য বোলিং হায়দরাবাদের মেরুদন্ড ভেঙে দেয়। চার ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন ভুবনেশ্বর। বিপ্লব সামন্ত্র ৩৭ আর অমিত মিশ্র ৩০ ছাড়া কেউই এ দিন ক্রিজে দাঁড়াতে পারেরনি। আট উইকেট হারিয়ে মাত্র ১১৯ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস।

সানরাইজার্স হায়দরাবাদ
পার্থিব পটেল, কুইন্টন ডি কক, ক্যামেরন হোয়াইট
(অধিনায়ক), তিসারা পেরেরা, হানুমা বিহারি, আশিস রেড্ডি, করণ শর্মা, বিপ্লব
সমান্ত্রয়, অমিত মিশ্র, ডেল স্টেইন, ইশান্ত শর্মা
ব্যাটিং স্কোর
পার্থিব পটেল বোল্ড ভুবনেশ্বর কুমার ১২
কুইন্টন ডি কক ক মিচেল মার্শ বো দিন্দা
হানুমা বিহারি ক অ্যারন ফিঞ বো কুমার
ক্যামেরন হোয়াইট বোল্ড ভুবনেশ্বর কুমার
বিপ্লব সমান্ত্রয় ক মনীষ পাণ্ডে বো রাহুল শর্মা ৩৭
করণ শর্মা এলবিডব্লিউ বো রাহুল শর্মা
তিসারা পেরেরা ক উথাপ্পা বো মিচেল মার্শ
অমিত মিশ্র রান আউট ৩০
আশিস রেড্ডি নট আউট ১৯
ডেল স্টেইন নট আউট
অতিরিক্ত: ৫ ওভার- ২০
উইকেট- ৮
১১৯
পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া বোলিং স্কোর
বোলার ওভার রান উইকেট
ভুবনেশ্বর কুমার ১৮
অশোক দিন্দা ২৫
অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৯
রাহুল শর্মা ২১
মিচেল মার্শ ২৬
পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া
রবিন উথাপ্পা, অ্যারন ফিঞ্চ, মনীষ পাণ্ডে, স্টিভ
স্মিথ, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মিচেল মার্শ, অভিষেক নায়ার, টি সুমন,
ভুবনেশ্বর কুমার, রাহুল শর্মা, অশোক দিন্দা
ব্যাটিং স্কোর
রবিন উথাপ্পা ক সমান্ত্রয় বো পেরেরা ২২
অ্যারন ফিঞ ক কুইন্টন ডি কক বো পেরেরা ১৬
টি সুমন এলবিডব্লিউ বো করণ শর্মা ১২
স্টিভ স্মিথ ক আশিস রেড্ডি বো ইশান্ত শর্মা ১৭
অ্যাঞ্জেলো ম্যাথিউজ ক ডেল স্টেইন বো অমিত মিশ্র ২০
মিচেল মার্শ ক আশিস রেড্ডি বো ডেল স্টেইন ১৪
অভিষেক নায়ার ক সমান্ত্রয় বো পেরেরা
মনীষ পাণ্ডে নট আউট
ভুবনেশ্বর কুমার এলবিডব্লিউ বো অমিত মিশ্র
রাহুল শর্মা বোল্ড অমিত মিশ্র
অশোক দিন্দা বোল্ড অমিত মিশ্র
অতিরিক্ত: ০ ওভার- ১৯
উইকেট- ১০
১০৮
সানরাইজার্স বোলিং স্কোর
বোলার ওভার রান উইকেট
ইশান্ত শর্মা ২২
ডেল স্টেইন ৩৪
তিসারা পেরেরা ২০
অমিত মিশ্র ১৯
করণ শর্মা ১৩
.