স্বর্গদ্বানেই আইপিএল থেকে অবসরের ঘোষণা ক্রিকেটের ঈশ্বরের

মুম্বই ইন্ডিয়ানসের জয়ের পরেই আইপিএল থেকে অবসরগ্রহণের কথা ঘোষণা করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। খেলার শেষে এক সাক্ষাত্‍কারে তিনি বলেন, আইপিএল-এর মত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর তাঁর এটাই সঠিক সময়। কারণ তাঁর বয়স ৪০।

Updated By: May 27, 2013, 10:03 AM IST

মুম্বই ইন্ডিয়ানসের জয়ের পরেই আইপিএল থেকে অবসরগ্রহণের কথা ঘোষণা করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। খেলার শেষে এক সাক্ষাত্‍কারে তিনি বলেন, আইপিএল-এর মত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর তাঁর এটাই সঠিক সময়। কারণ তাঁর বয়স ৪০।
গতকাল ফাইনাল উপলক্ষে ইডেন গার্ডেন্সে থাকলেও, চোটের কারণে প্রথম এগারোয় তিনি ছিলেন না। চলতি মাসের তেরো তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে চোট পান সচিন। আইপিএল-এ তিনি মোট ৮৬ ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান ২৫২৯। যার মধ্যে একটি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে। এর আগে দু`হাজার দশে তাঁর অধিনায়ত্বে আইপিএল-এর ফাইনালে উঠেছিল মুম্বই ইন্ডিয়ানস। কিন্তু দল হেরে গিয়েছিল। তাই এবারের আইপিএল-এর সাফল্য তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান সচিন রমেশ তেন্ডুলকর। আগামী আইপিএল-এ সচিনের না থাকাটা দলের কাছে বড় ক্ষতি বলে মনে করেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রহিত শর্মা।   

.