রাইডারের অনুপস্থিতি দায়িত্ব বাড়িয়েছে: উন্মুক্ত চাঁদ
জেসি রাইডারের অনুপস্থিতি দলের বাকিদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে অনেকটাই। এমনটাই মনে করছেন দিল্লি ডেয়ার ডেভিলসের তরুণ তুর্কী উন্মুক্ত চাঁদ।
জেসি রাইডারের অনুপস্থিতি দলের বাকিদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে অনেকটাই। এমনটাই মনে করছেন দিল্লি ডেয়ার ডেভিলসের তরুণ তুর্কী উন্মুক্ত চাঁদ।
গত সপ্তাহে নিজের দেশেই একটি পানশালার বাইরে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জেসি রাইডারের উপর হামলা চালায় চার দুষ্কৃতী। এই হামলায় রাইডারের খুলি ফেটে যায়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোমায় চলে যান এই ক্রিকেটার।
কোমা থেকে বেরিয়ে এলেও এখনও রাইডার শয্যাশায়ী। গত সপ্তাহের শেষের দিকেই দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে খেলতে ভারতে আসার কথা ছিল রাইডারের। কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে এবারের আইপিএলের বাইরেই থেকে গেলেন রাইডার।
প্রথমে চোটের জন্য পিটারসনের সরে যাওয়া, এখন রাইডারের দুর্ঘটনা এই দুইয়ের প্রভাব দিল্লি ডেয়ারল ডেভিসের উপর পড়বে বলে স্বীকার করে নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অনুর্দ্ধ ১৯ দলের অধিনায়ক। তবে দিল্লির নয়া ক্যাপ্টেন মাহেলা জয়বর্ধনের নেতৃত্বে তাঁরা যে জেতার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন সেটাও জানিয়েছেন চাঁদ।