ইমেলে নিজেকে নির্দোষ দাবি শ্রীমান শ্রীসন্থের

পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী দু`দিন আগেই জেরায় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছিলেন কেরালার পেসার শ্রীসন্থ। আজ রাতের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে শ্রীসন্থ জানালেন তিনি কোনও রকমের গড়াপেটার সঙ্গে জড়িত নন।

Updated By: May 21, 2013, 11:02 PM IST

পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী দু`দিন আগেই জেরায় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছিলেন কেরালার পেসার শ্রীসন্থ। আজ রাতের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে শ্রীসন্থ জানালেন তিনি কোনও রকমের গড়াপেটার সঙ্গে জড়িত নন।
শ্রীসন্থের আইনজীবী রেবেকা জন মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে শ্রীসন্থের বিবৃতি ইমেল করেছেন। এই ইমেলে শ্রীসন্থ বলেছেন ``আমি কোনও দিন কোনও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলাম না। ক্রিকেটিয় স্পিরিটকে সঙ্গে নিয়েই খেলাটা খেলেছি চিরকাল।``
শ্রীসন্থ সহ তিন ক্রিকেটারের আরও পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। জেরার মুখে শ্রীসন্থ জানিয়েছেন, ঘুষের টাকা কোথায় কত খরচ করেছেন! যা শুনে অবাক পুলিস।
ক্রিকেট খেলে টাকা আসছে। কত আর?গোটা আইপিএল মরসুম খেললে সবচেয়ে বেশি ষাট লক্ষ টাকা।ষোল ম্যাচ খেলে মাত্র ষাট লাখ!তাও কত ঘাম ঝড়াতে হয়,দৌড়তে হয়!যদি বিনা খাটনিতেই অ্যাকাউন্টে আসে কোটি খানেক টাকা,তবে আর রোদে পুড়ে খেলার তো মানেই হয়না!এটাই তো ভেবেছিলেন শ্রীসন্থ।এমনিতে ক্রিকেট থেকে নাচে বেশি মন।তার উপর শ্রীসন্থের মনো চল নারীসঙ্গে মনোভাব তো আছেই!তার একটু খরচ তো আছে!তা ঘুষের টাকা আসার পর কি করলেন শ্রীসন্থবাবু?
নারী প্রীতিতে মজে থাকা শ্রী চারশো বিশ বাবু চললেন একটি নামী বস্ত্রবিপননী সংস্থায়।
জনৈক নারীর মন রাখতে হবে তাই চলল লাগামছাড়া কেনাকাটা!
শ্রী চারশো বিশ বাবুর তো আর রোজগার করতে বিশেষ কষ্ট করতে হয়না!তাই তাঁর কাছে কষ্ট করলে কেষ্ট মেলে কথাটার কোনও মানেই নেই!তাই
কেষ্টঠাকুর সেজে শুধু জামাকাপড় কিনতেই খরচ করলেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা!পুরোটাই নগদে।
ঘুষের প্রায় কোটি টাকা হাতে।খরচ করবেন কিসে।তাই শ্রীসন্থ তাঁর বান্ধবীকে দিলেন একটি ব্ল্যাকবেরি জেড টেন মোবাইল!
তাতেও তো খরচ হচ্ছেনা!এবার নিজেই কিনে ফেললেন আরেকটি ব্ল্যাকবেরি জেড টেন !যা উদ্ধার হয়েছে তাঁর বন্ধুর বাড়ি থেকে।
ধুর!তাতেও তো হচ্ছে না!এত টাকা রাখবেন কোথায়?পুরোটাই তো ব্ল্যাকমানি।তাই শ্রীসন্থ রাতভর পার্টিতে মাতেন নতুন নতুন বান্ধবীদের নিয়ে !মদের ফোয়ারা!আরও অনেকককক কিছু.......
আর এসব তথ্য পুলিসদের জেরায় কাঁচুমাঁচু মুখে জানিয়েছেন স্বয়ং শ্রী চারশো বিশই।আরও কত তথ্য সামনে আসবে কে জানে?কারন এখনও তো আরও পাঁচ দিন তাঁকে পুলিস হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

.