দিল্লি বিপর্যয়ে নতুন লজ্জা আইপিএল সিক্সে

এবারের আইপিএলে সেওয়াগদের বিপর্যের গাড়ি আরও বড় দুর্ঘটনা দেখল। আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানের স্কোর গড়ল দিল্লি ডেয়ারডেভিলস। শনিবার হায়দরাবাদে সান রাইজার্সের বিরুদ্ধে সেওয়াগরা মাত্র ৮০ রানেই অলআউট হয়ে গেল। এবারের আইপিএলে এটাই একটা দলের সবচেয়ে কম রানের ইনিংস। দিল্লি বিপর্যয়ে আজ এমনই হাল কোনও ব্যাটসম্যানই কুড়ি রানের গণ্ডি ছুঁতে পারেননি।

Updated By: May 4, 2013, 09:57 PM IST

দিল্লি ডেয়ারডেভিলস- ৮০ অলআউট
এবারের আইপিএলে সেওয়াগদের বিপর্যের গাড়ি আরও বড় দুর্ঘটনা দেখল। আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানের স্কোর গড়ল দিল্লি ডেয়ারডেভিলস। শনিবার হায়দরাবাদে সান রাইজার্সের বিরুদ্ধে সেওয়াগরা মাত্র ৮০ রানেই অলআউট হয়ে গেল। এবারের আইপিএলে এটাই একটা দলের সবচেয়ে কম রানের ইনিংস। দিল্লি বিপর্যয়ে আজ এমনই হাল কোনও ব্যাটসম্যানই কুড়ি রানের গণ্ডি ছুঁতে পারেননি।
সর্বোচ্চ রান উন্মুক্ত চাঁদের (১৭)। দিল্লির শেষ পাঁচটা উইকেট পড়ে মাত্র ২৩ রানের মধ্যে। সেওয়াগ (৮) থেকে ওয়ার্নার (৮) সবাই ব্যর্থ। এবারের আইপিএলে অবশ্য আগেই বিদায় নিয়েছে জয়বর্ধনের দল। ১১ টা ম্যাচ খেলে দিল্লি হেরেছে আটটাতে। এবারের আইপিএলে ছ ম্যাচ হারার জিতেছিল দিল্লি। সেই দুস্বপ্নের আইপিএলে আরও খারাপ স্বপ্ন দেখলেন সেওয়াগরা।
এক নজরে আইপিএলের সর্বনিম্ন রানের ইনিংস--
রাজস্থান রয়্যালস-- ৫৮ রান (১৮ এপ্রিল, ২০০৯, বেঙ্গালুরুর বিরুদ্ধে, কেপটাউনে)
কলকাতা নাইট রাইডার্স-- ৬৭ রান (১৬ মে, ২০০৮, মুম্বইয়ের বিরুদ্ধে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে)
কোচি টাস্কার্স কেরালা- ৭৪ রান (২৭ এপ্রিল, ২০১১, ডেকান চার্জাসের বিরুদ্ধে, কোচিতে)
দিল্লি ডেয়ারডেভিলস- ৮০ রান- (৪ মে, ২০১৩, সান রাইজার্স হায়দরাবাদে)

.