টিম অস্ট্রেলিয়া
টিম অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া- অধিনায়ক-মাইকেল ক্লার্ক, কোচ-মিকি আর্থার
গত দুবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জেতা অস্ট্রেলিয়া এবারের প্রতিযোগিতায় নামছে কিছুটা ব্যাকফুটে থেকে। প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনাটাও অসিদের পিছিয়ে রেখেছে। এক নজরে দেখে নেওয়া যাক এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম অস্ট্রেলিয়ারক বিভিন্ন দিক--
কবে কার বিরুদ্ধে খেলা--
৮ জুন (এজবাস্টন, বার্মিংহ্যাম)- ইংল্যান্ডের বিরুদ্ধে
১২ জুন (দিন/রাত)-নিউজিল্যান্ড এর বিরুদ্ধে
১৭ জুন (দিন/রাত) (দি ওভাল, লন্ডন)-শ্রীলঙ্কার বিরুদ্ধে
শক্তি-- প্রতিভা, অভিজ্ঞতা, আর তারণ্যের মিশেল। অতীতের পারফরম্যান্স, দুরন্ত ফিল্ডার, পেস বোলিং, অলরাউন্ডাররা। শেন ওয়াটসনের ফিরে আসাটাও বড় ফ্যাক্টর।
দুর্বলতা- সাম্প্রতিক ফর্ম, অনভিজ্ঞ ব্যাটিং, পঞ্চম বোলারের অভাব
তুরুপের তাস- শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, মিচেল স্টার্ক।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে- গত দুবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। ২০০৯ নিউজিল্যান্ডকে , ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে । ২০০২ সংস্করণে সেমিফাইনাল থেকে বিদায়।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া দল--
মাইকেল ক্লার্ক (অধিনায়ক) , জন্ম-২ এপ্রিল ১৯৮১ (বয়স ৩২), ওয়ানডে ম্যাচ-২২৭টি
জর্জ বেইলি (সহঃ অঃ), জন্ম-৭ সেপ্টেম্বর ১৯৮২ (বয়স ৩০) , ওয়ানডে ম্যাচ-২১টি
নাথান কোল্টার-নিল, জন্ম-১১ অক্টোবর ১৯৮৭ (বয়স ২৫), অভিষেক হয়নি
জেভিয়ের দোহার্টি, জন্ম-২২ নভেম্বর ১৯৮২ (বয়স ৩০), ওয়ানডে ম্যাচ-৪৩টি
জেমস ফকনার, জন্ম- ২৯ এপ্রিল ১৯৯০ (বয়স ২৩), ওয়ানডে ম্যাচ- ৫টি
ফিলিপ হিউজ, জন্ম-৩০ নভেম্বর ১৯৮৮ (বয়স ২৪), ওয়ানডে ম্যাচ- ১০টি
মিচেল জনসন, জন্ম-২ নভেম্বর ১৯৮১ (বয়স ৩১), ওয়ানডে ম্যাচ- ১২১টি
মিচেল মার্শ, জন্ম-২০ অক্টোবর ১৯৯১ (বয়স ২১), ওয়ানডে ম্যাচ- ১টি
গ্লেন ম্যাক্সওয়েল, জন্ম- ১৪ অক্টোবর ১৯৮৮ (বয়স ২৪), ওয়ানডে ম্যাচ- ১১ টি
ক্লিন্ট ম্যাককে, জন্ম- ২০ ফেব্রুয়ারি ১৯৮৩ (বয়স ৩০), ওয়ানডে ম্যাচ-৪২টি
মিচেল স্টার্ক, জন্ম- ৩০ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৩), ওয়ানডে ম্যাচ-১৮টি
ম্যাথু ওয়াদে (উইঃ), জন্ম-২৬ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ২৫), ওয়ানডে ম্যাচ- ৩টি
ডেভিড ওয়ার্নার, জন্ম-২৭ অক্টোবর ১৯৮৬ (বয়স ২৬), ওয়ানডে ম্যাচ- ৩৮টি
শেন ওয়াটসন, জন্ম- ১৭ জুন ১৯৮১ (বয়স ৩১), ওয়ানডে ম্যাচ-১৫৭টি
এডাম ভগস, জন্ম-৪ অক্টোবর ১৯৭৯ (বয়স ৩৩), ওয়ানডে ম্যাচ- ১৭