নতুন জরায়ু নিয়ে মা হওয়ার স্বপ্ন দেখছেন সুইডেনের ৯ মহিলা

সুইডেনে ৯ জন মহিলার দেহে সফল ভাবে প্রতিস্থাপিত করা হল তঁদের আত্মীয়দের দান করা জরায়ু। খুব তাড়াতাড়িই তাঁরা মা হওয়ার চেষ্টা করতে পারেন বলেন বলে জানিয়েছেন তাঁদের চিকিত্সক।

Updated By: Jan 13, 2014, 10:58 PM IST

সুইডেনে ৯ জন মহিলার দেহে সফল ভাবে প্রতিস্থাপিত করা হল তঁদের আত্মীয়দের দান করা জরায়ু। খুব তাড়াতাড়িই তাঁরা মা হওয়ার চেষ্টা করতে পারেন বলেন বলে জানিয়েছেন তাঁদের চিকিত্সক।

এই মহিলাদের মধ্য কেউ কেউ জন্মেছিলেন জরায়ু ছাড়াই। কারও আবার সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারনে বাদ দিতে হয়েছিল জরায়ু। বেশির ভাগ মহিলারই বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে। বেশ কয়েক দশক ধরেই হার্ট, লিভার, কিডনির মতো অঙ্গ প্রতিস্থাপন চিকিত্সা বিজ্ঞানে নতুন দরজা খুলে দিয়েছে। কিন্তু জরায়ু প্রতিস্থাপন প্রথম বার করা হল শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে গর্ভধারণের জন্যই। এর আগে সৌদি আরব ও তুরস্কেও জরায়ু প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে সন্তান ধারণে ব্যর্থ হয়েছেন মহিলারা। ব্রিটেন, হাঙ্গেরিতেও চলছে একই ধরণের গবেষনা।

চিকিত্সকরা জানিয়েছেন ৯ জন মহিলাই ভাল আছেন। প্রতিস্থাপনের ছয় সপ্তাহ পর থেকেই মাসিক স্রাবও শুরু হয়েছে তাঁদের। এর থেকে বোঝা যাচ্ছে স্বাভাবিক ভাবে কাজ করছে জরায়ু। তবে কারওর জরায়ুই তাঁদের ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে যুক্ত করা হয়নি। ফলে স্বাভাবিক উপায় গর্ভধারণ সম্ভব নয় তাঁদের পক্ষে। তবে প্রত্যেকেরই ডিম্বাশয় থাকার কারণে ডিম্বানু উত্পন্ন হয় শরীরে। অস্ত্রপচারের আগেই তাঁদের শরীর থেকে সংগ্রহ করা হয়েছে ডিম্বানু। ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে সেই ডিম্বানু জরায়ুতে প্রতিস্থাপন করার কথা ভাবছেন চিকিত্সকরা।

.