West Bengal Covid Update: দ্বিতীয় ঢেউ-র রেকর্ড ভাঙল কলকাতায়! রাজ্যে করোনা আক্রান্ত ৯ হাজার পার

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ।

Updated By: Jan 4, 2022, 11:53 PM IST
West Bengal Covid Update: দ্বিতীয় ঢেউ-র রেকর্ড ভাঙল কলকাতায়! রাজ্যে করোনা আক্রান্ত ৯ হাজার পার

নিজস্ব প্রতিবেদন: একদিনের স্বস্তি দিয়ে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা (Corona) গ্রাফ। স্বাস্থ্য দফতরের (Helth Department of West Bengal) মঙ্গলবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। দ্বিতীয় ঢেউ-র চুড়োকে মাত্র ৮ দিনেই ছাপিয়ে গিয়েছে কলকাতা! পজিটিভি রেটও রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। 

 

মঙ্গলবারের পরিসংখ্য়ান বলছে, রাজ্যে ৪৭ হাজারের বেশি করোনা (Corona) পরীক্ষা হয়েছে। এর মধ্য়ে ৯ হাজার ৭৩ জন করোনা (Corona) আক্রান্ত হয়েছে। একদিনে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৭৬৮ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। গোটা রাজ্যে পজিটিভিটি রেট ১৮.৯৬। স্বাস্থ্য দফতর (Helth Department of West Bengal) সূত্রে খবর , কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৫৯। পজিটিভিটি রেটে শীর্ষে এই শহর। কলকাতায় পজিটিভিটি রেট ৩৩.৬৩। হাওড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় পজিটিভিটি রেট যথাক্রমে ২৪.৯৯, ১৮.৯৪, ১৮.৯৩, ১৮.৫৭। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩। 

বর্তমানে দেশে পজিটিভিটি রেট ৩.২৪ শতাংশ। ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৯২। গত ২৪ ঘণ্টায় ১৯২ জনের শরীরে মিলেছে ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট। একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৭ জন।     

আরও পড়ুন: Treatment Procedures for Omicron: ভয় নয়, কীভাবে ওমিক্রনকে জয় করবেন? স্পষ্ট জানালেন চিকিৎসকরা

আরও পড়ুন: Omicron: ককটেল ভ্যাকসিনই কি এখন বাঁচার একমাত্র রাস্তা? কী বলছেন বিশেষজ্ঞেরা?

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.