বিদেশি টিকাদের আইনি সুরক্ষাপ্রদান দিতে নারাজ কেন্দ্র, সাফ জানালেন ভ্যাকসিন প্যানেল প্রধান

দেশের টিকাকরণ পরিকল্পনা বিদেশি টিকার উপর নির্ভরশীল নয়। 

Updated By: Aug 3, 2021, 03:44 PM IST
বিদেশি টিকাদের আইনি সুরক্ষাপ্রদান দিতে নারাজ কেন্দ্র, সাফ জানালেন ভ্যাকসিন প্যানেল প্রধান

নিজস্ব প্রতিবেদন: দেশে ভ্যাকসিন সঙ্কট অব্যাহত। জোগানের অভাবে টিকাকরণের গতিও মন্থর। এই অবস্থায় বিদেশের ভ্যাকসিন প্রস্তুতকারকদের আইনি সুরক্ষাকবচ প্রদানে অনীহা দেখাচ্ছে ভারত। এমনই মত কেন্দ্রের ভ্যাকসিন প্যানেলের প্রধান ডক্টর এন কে অরোরার। যদিও তাঁর দাবি, দেশের টিকাকরণ পরিকল্পনা বিদেশি টিকার উপর নির্ভরশীল নয়। 

ডক্টর অরোরার বলেন, বিদেশের টিকা প্রস্তুতকারকরা যদি দেশে বেশি সংখ্যায় ভ্যাকসিন প্রদান করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে কেন্দ্রের অবশ্যই আইনি সুরক্ষা কবচ বা ক্ষতিপূরণের দায় সম্পর্কে বিবেচনা করা উচিত।

আরও পড়ুন, Delta Plus Variant এর বিরুদ্ধে কার্যকরী Covaxin, নয়া গবেষণায় জানাল ICMR

তিনি বলেন, ১৩৫ কোটি জনসংখ্যার দেশে ফাইজার ৭ লক্ষ ডোজ দেওয়ার কথা জানিয়েছে। মডার্ণা সাড়ে সাত লক্ষ ডোজ দেওয়ার কথা জানিয়েছে যা কিনা দক্ষিণ দিল্লির জন্যেই অপ্রতুল। কাগজে কলমে বেশি ডোজ দেওয়ার কথা জানালেও আইনি সুরক্ষা কবচে ভারতের অনীহার কারণে তারা এগোতে পারছেনা, মত অরোরার। এ সম্পর্কে অবিলম্বে কেন্দ্রের বিবেচনা করা উচিত বলেই মনে করছেন তিনি। যদিও ২০২২ এ বিশ্বে ভারত টিকার অন্যতম বড় জোগানদাতা হতে পারে বলেও মত ডক্টর অরোরার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.