টিকাকরণের দুই ডোজে দু'রকম Vaccine,'চিন্তার কারণ নেই', মত কেন্দ্রের
পার্শ্বপ্রতিক্রিয়া হবে না, আশ্বাস কেন্দ্রের
নিজস্ব প্রতিবেদন: 'দ্বিতীয় ডোজে টিকার বদল হলে ক্ষতি নেই'। ভ্যাকসিন সঙ্কটে যখন একাধিক রাজ্যে টিকাকরণ থমকে তখন এমনই কথা শোনাল কেন্দ্র। সম্প্রতি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় কমপক্ষে ২০ জনকে প্রথম ও দ্বিতীয়বারে দুরকম ভ্যাকসিন (Vaccine Mix-Up) দেওয়া হয়। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন স্থানীয়রা। এই অবস্থায় নীতি আয়োগের (Niti Aayog) সদস্য ভি কে পাল জানালেন, 'টিকাকরণের দুই পর্যায়ে দু'রকম ডোজ দেওয়া কাম্য নয়। কিন্তু যদি ভুলবশত তা হয়ে থাকে তাহলে চিন্তার কারণ নেই।'
উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত ঘেঁষা এক গ্রামে সম্প্রতি কুড়ি জন ৪৫ উর্ধ্বকে দ্বিতীয় ডোজে আলাদা ভ্যাকসিন দেওয়া হয়। জানা গিয়েছে, পয়লা এপ্রিল প্রথম ডোজে তাঁদের কোভিশিল্ড দেওয়া হয়েছিল। এদিকে ১৪ই মে তাঁদের দ্বিতীয় পর্যায়ে কোভ্যাক্সিনের ডোজ দেওয়া হয়। অভিযোগ, টিকা প্রদানকারী কর্মীরা প্রথম ভ্যাকসিন নেওয়ার কার্ডই দেখতে চাননি। পরে গ্রামবাসীদেরই একজন বিষয়টি সামনে আনেন। যদিও সূত্রের খবর, তাঁদের মধ্যে এর ফলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
আরও পড়ুন: ভারতে খুব দ্রুত লঞ্চ হবে সিঙ্গেল ডোজ Sputnik Light টিকা : কেন্দ্র
গবেষণা করে কিছু দেশ ইতিমধ্যেই প্রথম ডোজে কোভিশিল্ড ও দ্বিতীয় ডোজে ফাইজার বা মডার্নার টিকার ব্যবহার শুরু করেছে। যদিও ভারতে টিকাকরণের একেবারে শুরুর দিকে টিকা অদলবদলে কঠোরভাবে নিষেধ জারি করেছিল কেন্দ্র। তবে পরীক্ষা করেই জানা গিয়েছে, দুটি টিকার অদলবদল সম্ভব, মত কেন্দ্রের।
আরও পড়ুন: Corona Update: টানা ৪৪ দিন পর সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, অনেকটা বাড়ল সুস্থতার হার