রক্ত পরীক্ষায় এবার ধরা পড়বে মনরোগ

মনের অসুখও এবার ধরা পড়বে রক্ত পরীক্ষায়, এমনই দাবি করছে মার্কিন গবেষকদের একটি দল। গবেষকরা বলছেন, মানসিক ভারসাম্য বিঘ্নিত হলে বিভিন্ন হরমোনের ওঠাপড়া ঘটে মানব রক্তে। আর সেই ওঠা-নামাকে সণাক্ত করতে পারলেই নির্ণয় করা যাবে স্কিত্‍‍জোফ্রেনিয়া বা ডিপ্রেশনের মতো মনের অসুখ।

Updated By: Mar 21, 2017, 03:21 PM IST
রক্ত পরীক্ষায় এবার ধরা পড়বে মনরোগ

ওয়েব ডেস্ক: মনের অসুখও এবার ধরা পড়বে রক্ত পরীক্ষায়, এমনই দাবি করছে মার্কিন গবেষকদের একটি দল। গবেষকরা বলছেন, মানসিক ভারসাম্য বিঘ্নিত হলে বিভিন্ন হরমোনের ওঠাপড়া ঘটে মানব রক্তে। আর সেই ওঠা-নামাকে সণাক্ত করতে পারলেই নির্ণয় করা যাবে স্কিত্‍‍জোফ্রেনিয়া বা ডিপ্রেশনের মতো মনের অসুখ।

উল্লেখ্য, এভিপি বা Arginine-Vasopressin  নামক হরমোন নির্দিষ্ট মানের চেয়ে বেড়ে গেলে ডিপ্রেশনের লক্ষণ দেখা যায়। আর এই হরমোনের পরিমান কমে গেলে স্কিত্‍‍জোফ্রেনিয়া সণাক্ত করা হয়ে থাকে। গবেষকদের দাবি, তাঁদের এই গবেষণালব্ধ আবিষ্কারকে 'ফার্মাসিউটিক্যাল ইউজে'র মাধ্যমে ব্যবহারিক চিকিত্‍সায় সংযুক্ত করতে হবে। (আরও পড়ুন- এই কারণেই পিরিয়ডের সময় হজমের সমস্যায় ভোগেন মহিলারা)

.