নিজের হার্টটাকে একটা ব্যাগে করে পিঠে নিয়ে ঘুরে বেড়ায় এই যুবক

ছাব্বিশ বছরের অ্যান্ড্রু জোন্সের শরীরে একটা হার্ট রয়েছে। কিন্তু সেটা আমার আপনার মতো নয়। তাহলে কী রকম? আসলে অ্যান্ড্রু তাঁর হার্টটি একটা 'ব্যাকপ্যাক' ব্যাগের মাধ্যমে নিজের পিঠে নিয়ে ঘোরেন। কী হল আঁতকে উঠলেন নাকি?

Updated By: Jul 29, 2016, 08:43 PM IST
নিজের হার্টটাকে একটা ব্যাগে করে পিঠে নিয়ে ঘুরে বেড়ায় এই যুবক

ওয়েব ডেস্ক: ছাব্বিশ বছরের অ্যান্ড্রু জোন্সের শরীরে একটা হার্ট রয়েছে। কিন্তু সেটা আমার আপনার মতো নয়। তাহলে কী রকম? আসলে অ্যান্ড্রু তাঁর হার্টটি একটা 'ব্যাকপ্যাক' ব্যাগের মাধ্যমে নিজের পিঠে নিয়ে ঘোরেন। কী হল আঁতকে উঠলেন নাকি?

আসলে অ্যন্ড্রুর হার্টটা কৃত্রিম। মেল অনলাইনের খবর অনুযায়ী, অ্যান্ড্রু জোন্স কার্ডিওমায়োপ্যাথি রোগাক্রান্ত হয়েছিলেন। ডাক্তারেরা তাঁকে হার্ট প্রতিস্থাপনের কথা বলেন। কিন্তু, প্রতিস্থাপনযোগ্য হার্ট না পাওয়া যাওয়ায়, একটি পেস মেকার ও কৃত্রিম হার্ট লাগানো হয় তাঁর শরীরে।

আরও পড়ুন- মারণ রোগ হেপাটাইটিস বি!

কৃত্রিম হার্টটি ব্যবহার করতে শুরু করার পর থেকেই অ্যন্ড্রুর শরীরের অবস্থা একটু একটু করে ভাল হতে শুরু করে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। এই কৃত্রিম হার্টে দু'টি নল রয়েছে। এর মাধ্যমেই তাঁর শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে।

আরও পড়ুন- হৃদপিণ্ডকে সুস্থ রাখতে এই এক্সারসাইজগুলি অবশ্যই করুন

.