আমেরিকায় ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য অনুমোদন পেল Pfizer টিকা
এই টিকাকে নিরাপদ ঘোষণা করেছে। দেখা গিয়েছে শিশুদের শরীরে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: আমেরিকায় অনুমোদন পেল ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের করোনা ভ্যাকসিন। এখনও পর্যন্ত যে সমস্ত ভ্যাকসিন চালু রয়েছে তা সবই প্রাপ্তবয়স্কদের জন্য। ফাইজারের ভ্যাকসিন অল্প বয়সীদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই কানাডা ফাইজারের ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে। এবার শুরু হবে আমেরিকায়। ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজার ভ্যাকসিন প্রয়োগ করার অনুমতি দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। তবে এখনও ভ্যাকসিন পরামর্শদাতা কমিটির সুপারিশের জন্য অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: করোনা চিকিৎসায় আইভারমেক্টিন প্রয়োগে 'না' বিশ্ব স্বাস্থ্য সংস্থার
চলতি সপ্তাহতেই এই সুপারিশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। সুপারিশ পেলেই ১২ বছর বয়স থেকে শুরু হয়ে যাবে ভ্যাকসিন কর্মসূচী। স্কুল-পড়ুয়াদের জন্যই এই টিকাকরণকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বাচ্চাদের ক্ষেত্রে এই টিকা কতটা রক্ষাকবচ হিসেবে কাজ করবে সেই দিকেই তাকিয়ে আমেরিকা। তবে কানাডায় সুফল মিলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল চালিয়েছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। তারা এই টিকাকে নিরাপদ ঘোষণা করেছে। দেখা গিয়েছে শিশুদের শরীরে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে।