ভারতে শুরু হল স্পুটনিক ভি টিকাকরণ

করোনার বিরুদ্ধে লড়াই করতে সিদ্ধহস্ত স্পুটনিক ভি, দাবি নির্মাণ সংস্থার। 

Updated By: May 17, 2021, 05:52 PM IST
ভারতে শুরু হল স্পুটনিক ভি টিকাকরণ

নিজস্ব প্রতিবেদন: কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পরে এ বার রাশিয়ার টিকা স্পুটনিক ভি ভ্যাকসিন দেওয়া শুরু হল ভারতে। ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ ও অ্যাপোলো হাসপাতাল জোট বেঁধে স্পুটনিক ভি ভ্যাকসিন টিকা দেওয়া শুরু হল। আজ (সোমবার) থেকেই হায়দরাবাদে শুরু হয়েছে স্পুটনিক ভি টিকাকরণ। আসতে আসতে গোটা দেশে শুরু হবে স্পুটনিক ভি ভ্যাকসিনের কর্মসূচী। 

এই মুহূর্তে দেশের ৬০টি কেন্দ্র থেকে স্পুটনিক ভি দেওয়া হবে। কেন্দ্রের নিয়ম মেনেই এই টিকাকরণ প্রক্রিয়া চলবে। করোনার বিরুদ্ধে লড়াই করতে সিদ্ধহস্ত স্পুটনিক ভি, দাবি নির্মাণ সংস্থার। 

অ্যাপোলো হাসপাতালের প্রেসিডেন্ট কে হরিপ্রসাদ একটি বিবৃতিতে জানিয়েছেন, অন্যান্য সংস্থার সঙ্গেও আলোচনা করা হয়েছে, যাঁরা এই কর্মসূচীতে সাহায্য করবে আগামী দিনে। এই মুহূর্তে দেশের ৬০টি কেন্দ্র থেকে স্পুটনিক ভি দেওয়া হবে বলে স্থির হয়েছে’।

হায়দরাবাদ ও বিশাখাপত্তনমের পরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, আমদাবাদ, চেন্নাই, কলকাতা ও পুণেতে এই টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রথম পর্যায়ে প্রায় দেড় লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। 

.