বিয়ারের সাত সত্যি

Updated By: Dec 24, 2015, 02:30 PM IST
বিয়ারের সাত সত্যি

ভায়াগ্রা বা ওই জাতীয় ওষুধের কথা ভুলে যান। নিয়মিত বিয়ার খাওয়া যৌন জীবনের দিক থেকে উপকারি। রোগ প্রতিরোধক হিসাবেও বিয়ার বেশ উপযোগী। এমনই বিয়ারের সাত সত্যি পড়ুন নিচে এক নজরে।

১) বিয়ার যৌনউদ্দীপক- বিয়ারের আয়রন আমাদের রেড ব্লাড সেলে হিমগ্লোবিন তৈরি করে।  আমাদের সারা শরীরে অক্সিজেন সরবরাহ আরও বেশি করে হয়। এর ফলে যৌন বা কাম উদ্দীপনা বাড়িয়ে তোলে।
 
২) সেক্সের সময় বাড়াতে সাহায্য করে - সেক্সের সময় বাড়াতে বিয়ারের জুড়ি মেলা ভার।

৩) ত্বক ও চুলে মসৃণভাব আনে-বিয়ার ত্বকের ক্ষত, অনেকসময় ব্রনো সারাতে সাহায্য করে। চুলেও আলাদা ঔজ্জ্বল্য আনে।

৪) রোগ প্রতিরোধে সাহায্য করে- হার্টের রোগ সহ ছোট বড় অন্তত দশটা রোগ প্রতিরোধে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সাহায্য করে বিয়ার।

৫) কর্মক্ষমতা বাড়ায়-বিয়ার খাওয়ার ঘণ্টাখানেক পর কাজ করার ইচ্ছা বেশি খানিকটা বেড়ে যায়।

৬) ক্ষুধামন্দা দূর করে-বিয়ার খেলে খিদে বাড়ে।

৭) দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে-একটি গবেষণায় প্রকাশ নিয়মিত বিয়ার খাওয়া মানুষরা দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

(অতিরিক্ত অ্যালকোহল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক)।

.