রক্তের গ্রুপেই লুকিয়ে আছে হৃদরোগের 'ভাইরাস'!
ওয়েব ডেস্ক: আপনার ব্লাড গ্রুপ কি 'এ', 'বি' অথবা 'এবি'? উত্তরটা না হলে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু উত্তরটা যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে আপনাকে একটু ভাবতে হবে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা বলছে, যাঁদের 'এ', 'বি' অথবা 'এবি' গ্রুপ, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।
সম্প্রতি নেদারল্যান্ডসের 'ইউনির্ভাসিটি মেডিক্যাল সেন্টার গ্রগিনগেন' ১০ লক্ষের উপর বেশি সংখ্যক মানুষের উপর একটি সমীক্ষা করেছে। তাতেই উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য। কিন্তু কেন এমনটা হয়? বিজ্ঞানীরা তারও উত্তর দিয়েছেন। তাঁদের বক্তব্য, 'এ', 'বি' অথবা 'এবি' গ্রুপে বেশি পরিমাণ ব্লাড ক্লটিং প্রোটিন থাকার ফলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়।
গ্রগিনগেনের অধ্যাপক টেসা কোল জানিয়েছেন, ভবিষ্যতে হৃদরোগের হাত থেকে বাঁচতে হলে লক্ষ্য রাখতে হবে ব্লাড গ্রুপের দিকে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন অবশ্য দাবি করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই হৃদরোগের সম্ভাবনা তৈরি হয় বয়স, ওজন, অতিরিক্ত ধূমপান, রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের ওপরই। হৃদরোগ এড়াতে এইসব বিষয়গুলিও নজরে রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা।