Monkeypox: রাজ্যে দ্বিতীয়, কেরালায় দুবাই ফেরত এক ব্যক্তির শরীরে মিলল মাঙ্কিপক্সের ভাইরাস

ই ব্যক্তি বর্তমানে ভর্তি রয়েছেন পারিয়ারাম মেডিক্যাল কলেজে। তবে এখন তিনি বেশ ভালোই আছেন

Updated By: Jul 18, 2022, 05:30 PM IST
Monkeypox: রাজ্যে দ্বিতীয়, কেরালায় দুবাই ফেরত এক ব্যক্তির শরীরে মিলল মাঙ্কিপক্সের ভাইরাস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরালায় খোঁজ মিলল আরও এক মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কান্নুর জেলায় একজন মাঙ্কিপক্স ভাইরাস পজিটিভ হয়েছেন। এনিয়ে কেরালায় ২ জন রোগীর সন্ধান পাওয়া গেল।

মাঙ্কিপক্সে আক্রান্ত ওই ব্যক্তি দুবাই থেকে কেরালায় আসার পর তার শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়ে। তার পর তার নুমনা পরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার তিনি মাঙ্গালোর বিমানবন্দরে নামেন। ওই ব্যক্তি বর্তমানে ভর্তি রয়েছেন পারিয়ারাম মেডিক্যাল কলেজে। তবে এখন তিনি বেশ ভালোই আছেন। যাঁরা তাঁর সংস্পর্ষে এসেছিলেন তাদের উপরে নজর রাখা হচ্ছে।

মাঙ্কিপক্স ভাইরাসের উপসর্গ

জ্বর, 
মাথাব্যথা, 
পিঠে ও ঘাড়ে ব্যথা,
খিঁচুনি, 
অবসাদ,
সারা গায়ে ছোপ ছোপ দাগ।

প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করেছিলেন, 'ড্রপলেট'-এর মাধ্যমে ছড়াচ্ছে এই রোগ। সেক্ষেত্রে কোনও ব্যক্তির শরীরের শ্বাসনালী, ক্ষতস্থান, নাক, মুখ অথবা চোখের মধ্যে দিয়ে তাঁর শরীরে প্রবেশ করছে এই মাঙ্কিপক্স (Monkeypox Virus)। তবে এখন চিকিৎসকরা মনে করছেন, যৌনমিলনেও ছড়াতে পারে এই ভাইরাস। 

আরও পড়ুন-কয়লাকাণ্ডে ধৃত ৮ ইসিএল কর্তাকে জেল হেফাজতের নির্দেশ সিবিআই আদালতের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.