ম্যাজিক মাশরুমে কমবে নাছোড় অবসাদ, দাবি গবেষকদের

Updated By: Oct 14, 2017, 03:58 PM IST
ম্যাজিক মাশরুমে কমবে নাছোড় অবসাদ, দাবি গবেষকদের

ওয়েব ডেস্ক: অবসাদের চিকিৎসায় খুবই কাজ দিতে পারে ম্যাজিক মাশরুম। এমনটাই দাবি করছেন লন্ডনের ইম্পিরিয়াল কলেজের গবেষকরা।

গবেষকদের দাবি, অবসাদে আক্রান্ত বেশকিছু রোগী প্রথাগত চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। তাদের ওপরে সাইলোসাইবিন নামে একটি রাসায়নিক ব্যবহার করা হয়। এটি সাধারণত পাওয়া ‌যায় ম্যাজিক মাশরুমে। ওই ‌যৌগটি প্রয়োগ করার কয়েক সপ্তাহ পরই অনেকের অবসাদ অনেকটা কমে ‌গিয়েছে।

আরও পড়ুন-উদ্ধার হল কেজরিওয়ালের চুরি যাওয়া নীল ওয়াগনআর

মস্তিস্কের ‌যে অংশ অবসাদের জন্য দায়ী সেখানে গিয়ে কাজ করে ম্যাজিক মাশরুরের ওই ‌যৌগ।  এমনটাই দাবি গবেষকদের। পরীক্ষামূলকভাবে ওই ‌যৌগটি প্রয়োগ করার আগে ও পরে রোগীদের মস্তিষ্কের ছবি নেওয়া হয়। দেখা ‌যায় ওষুধ প্রয়োগের একদিন পর মাস্তিস্কের কা‌র্যকলাপে পরিবর্তন এসেছে।

ইম্পিরিয়াল কলেজের গবেষক রবিন কারহার্থ হ্যারিজ জানিয়েছেন, এই প্রথম অবসাদগ্রস্ত রোগীদের ওপরে সাইলোসাইবিন প্রয়োগ করে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ওইসব রোগীরা এতদিন প্রথাগত চিকিৎসায় ছিলেন। ওষুধটি নেওয়ার পর রোগীদের কেউ কেউ বলছেন, মনে হচ্ছে কমপিউটারের মতো আমোদের মস্তিস্কেও রিবুট করা হয়েছে।

আরও পড়ুন-ইউপিএ সরকারে প্রধানমন্ত্রী হিসেবে প্রণবই ছিলেন যোগ্যতম প্রার্থী : মনমোহন সিং

.