ওয়েব ডেস্ক: মেয়েরা হিল তোলা জুতো পড়তে খুবই ভালোবাসেন। কেউ কেউ বিশেষ বিশেষ কোনও অনুষ্ঠানে পোশাকের সঙ্গে মানানসই করে হিল তোলা জুতো পরেন। আবার কেউ কেউ নিয়মিতই পরেন। আপনিও কি নিয়মিত হিল তোলা জুতো পরেন? তাহলে জানুন আপনি কোন অসুখে আক্রান্ত হতে চলেছেন।
একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত হিল তোলা জুতো পরেন, তাঁরা খুব তাড়াতাড়ি অস্টিওআর্থারাইটিস বা গাঁটে ব্যথার অসুখের শিকার হন। তাঁদের মধ্যে এই অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। গবেষকেরা জানাচ্ছেন, নিয়মিত উঁচু হিসের জুতো পরলে গাঁটে গাঁটে ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এর ফলে হাঁটু, গোড়ালিতে ব্যথা হয়। যে আর্থারাইটিস উঁচু হিল পরার কারণে হয়, তাকেই অস্টিওআর্থারাইটিস বলে।
অস্টিওআর্থারাইটিসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চিকিত্সকেরা এমন জুতো পরার পরামর্শ দেন, যে জুতোর সম্পূর্ণটাই মাটির সংস্পর্শে থাকে। এতে হাঁটু কিংবা কোমরে চোট লাগা, ব্যথার কোনও সম্ভাবনাই থাকে না। যদি না পা মচকে যায়।