শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ ভারতীয়দের সুস্থতা অনেক বেশি, বলছে সমীক্ষা

ভারতের গ্রামাঞ্চলের মানুষরা শহরবাসীর তুলনায় অনেক বেশী সুস্থ। নয়া এক স্বাস্থ্য সম্পর্কিত সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য।

Updated By: Jul 20, 2015, 12:08 PM IST
শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ ভারতীয়দের সুস্থতা অনেক বেশি, বলছে সমীক্ষা

ওয়েব ডেস্ক: ভারতের গ্রামাঞ্চলের মানুষরা শহরবাসীর তুলনায় অনেক বেশী সুস্থ। নয়া এক স্বাস্থ্য সম্পর্কিত সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য।

টানা ১৫ দিনের এই সমীক্ষা অনুযায়ী শহরাঞ্চলে ১২% মানুষ কোনও না কোনও রোগে আক্রান্ত। ২০০৪ সালের তুলনায় এই সংখ্যাটা ২% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গ্রামীণ ভারতে এই সংখ্যাটা ৯%।

এই সমীক্ষা অনুযায়ী গ্রামাঞ্চলের ৮৬% ও শহরের ৮২% মানুষ স্বাস্থ্য সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে কোনও ধরণের কোনও সুযোগ সুবিধা পান না।

গ্রামাঞ্চলের হাসপাতালে ভর্তি না হয়ে প্রতি রোগী পিছু খরচ হয় গড়ে ৫০৯ টাকা। শহরে এই খরচের পরিমাণ গড়ে ৬৩৯ টাকা।

গ্রামাঞ্চলের ৫৮% ক্ষেত্রে মানুষের ভরসা বেসরকারি হাসপাতালই। শহরে এই সংখ্যাটা ৬৮%।

স্ট্যাটিসটিক্স মন্ত্রক, অ্যালোপাথিক-এর করা এই সমীক্ষা অনুযায়ী প্রাইভেট প্র্যাকটিস করেন যে ডাক্তাররা, তাঁরাই এ দেশের মানুষের চিকিৎসার মূল ভরসা।

৪৫ থেকে ৫৯ বছর বয়সী গ্রামাঞ্চলের মানুষদের ১৩% কোনও কোনও রোগে আক্রান্ত। যেখানে শহরাঞ্চলে এই বয়সী ২১% মানুষই অসুস্থ থাকেন।

৭০ বা ততোর্দ্ধ বয়সী ৩১% গ্রামীণ ভারতীয়রা গুরুতর অসুখে ভোগেন। এই বয়সী শহরুদের ৩৭%-ই অত্যন্ত অসুস্থ থাকেন।

জীবনযাত্রার পরিবর্তনই শহুরে ভারতে সংক্রামক ও অ-সংক্রামক রোগের এপিডেমোলজিকাল রূপান্তরের মূল কারণ বলে জানাচ্ছে এই সমীক্ষা।

২০১৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতের ৪,৫৭৭টি গ্রাম ও ৩,৭২০টি শহরাঞ্চলে এই সমীক্ষা চলেছে।

এই সমীক্ষা অনুযায়ী ৭৫% শহরাঞ্চলের পরিবার মাস মাইনে বা সঞ্চিত টাকার উপর নির্ভর করে হাসপাতালের খরচা মেটান। গ্রামের ক্ষেত্রে মাত্র ৬৮% পরিবার একই ভাবে হাসপাতালে চিকিৎসা বাবদ খরচ মেটাতে পারেন। গ্রামাঞ্চলের অন্তত ২৫% মানুষকে ধার করে চিকিৎসার খরচ মেটাতে হয়।

 

.