Corona Update: ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, কমল মৃত্যুও, নিম্নমুখী গ্রাফ

১৫ লক্ষের নীচে সক্রিয় রোগী

Updated By: Jun 6, 2021, 10:13 AM IST
Corona Update: ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, কমল মৃত্যুও, নিম্নমুখী গ্রাফ

নিজস্ব প্রতিবেদন: খানিকটা স্বস্তি দিয়েই রবিবার ২ মাসে সবচেয়ে কম দৈনিক করোনা আক্রান্তের (Daily Corona Cases) সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (Corona Update) মারণ ভাইরাসের কবলে পড়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন। একইসঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর (Daily Death Toll) সংখ্যাও। ৩ হাজারের গন্ডির নীচে অনেকটাই নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ২ হাজার ৬৭৭ জন। আর এর ফলে আগের ট্রেন্ড বজায় রেখেই ক্রমশ কমছে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases)।

দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৯৯ জন। করোনার দ্বিতীয় ওয়েভে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯ জন। যদিও এর মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ২ কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭৮১ জন। মারা গিয়েছেন মোট ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯ জন। 

আরও পড়ুন: বাংলায় টানা কমছে Covid আক্রান্তের সংখ্যা, মৃত্যু এখনও শতাধিক

বিশিষ্ট চিকিৎসক সুমন পোদ্দারের মতে, 'এই পরিসংখ্যান প্রত্যাশিতই ছিল। এরকম চলতে থাকলে খুব শীঘ্রই ১ লক্ষের নীচে নামবে দৈনিক সংক্রমণ।' একইসঙ্গে তিনি বলেন,'পরিসংখ্যান দেখে যদি আগের মতো সবকিছু খুলে দেওয়া হয় তবেই বিপদ। তৃতীয় ওয়েভ যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তাঁর জন্য আগাম সতর্কতা নিতে হবে। অবিলম্বে টিকাকরণে জোর দেওয়া উচিত।' প্রসঙ্গত, দেশে মোট টিকা নিয়েছেন ২৩ কোটি ১৩ লক্ষ ২২ হাজার ৪১৭ জন।

আরও পড়ুন: Covid-19 Vaccination এবার বয়সভিত্তিক; কার কত শতাংশ জানাল কেন্দ্র

.