আবারও বাড়ছে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা, তবে সুস্থতার হার বেশি
মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । তারপর রয়েছে কর্ণাটক। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ২ লক্ষ ৪৩ হাজার ১৩৫।
নিজস্ব প্রতিবেদন: করোনায় দৈনিক আক্রান্তের (Corona Daily Cases) সংখ্যায় টানা পতনে ফের গতকাল থেকে ঊর্ধ্বমুখী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত। প্রায় দেড় মাস পর দৈনিক আক্রান্ত নেমেছিল ২ লক্ষের নীচে। কিন্তু বুধবার তা ফের ২ লক্ষের গন্ডির উপরে উঠল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। মোট আক্রান্ত পৌঁছল ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ০৯৩ জনে।
বুধবার ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ১৫৭ জন। বৃহস্পতিবার সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩ হাজার ৮৪৭ জনে। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫। মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । তারপর রয়েছে কর্ণাটক। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ২ লক্ষ ৪৩ হাজার ১৩৫।
India reports 2,11,298 new #COVID19 cases, 2,83,135 discharges & 3,847 deaths in last 24 hrs, as per Health Ministry
Total cases: 2,73,69,093
Total discharges: 2,46,33,951
Death toll: 3,15,235
Active cases: 24,19,907
Total vaccination: 20,26,95,874 pic.twitter.com/C7OxNW18fA— ANI (@ANI) May 27, 2021
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ৯৫১ জন। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭ জন। তবে টিকাকরণও চলছে পাশাপাশি। এখনও পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ২০ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৮৭৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী যথাক্রমে ঝাড়খন্ড, ছত্তীসগঢ়, তামিলনাড়ুতে সবচয়ে বেশি ভ্যাকসিনের ডোজ নষ্ট (vaccine Wastage) করা হয়েছে।